নওগাঁর রাণীনগরে ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিনষ্ট
নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে আনুমানিক ২ লাখ টাকা মূল্যের ৪০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উচ্ছেদ ও ধ্বংস করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার ছোট যমুনা নদীর বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস্য অফিস।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রাকিবুল হাসানের নেতৃত্বে পরিচালিত এই মোবাইল কোর্টে ৮০০ মিটার দীর্ঘ এই বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করা হয়। পরে সন্ধ্যায় জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে পুরোপুরি বিনষ্ট করা হয়।
অভিযানকালে আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ, উপ-প্রশাসনিক কর্মকর্তা মো: রায়হান আলী এবং থানা পুলিশের সদস্যরা।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ জানান, সম্প্রতি এই উপজেলায় নিষিদ্ধ জালের ব্যবহার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, "মৎস্য অফিসে জনবলের স্বল্পতা থাকা সত্ত্বেও আমরা অবৈধ মাছ ধরার জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছি।" তিনি আরও উল্লেখ করেন যে, পর্যাপ্ত জনবল থাকলে এ ধরনের অভিযানের সংখ্যা বাড়ানো যেত, যা উপজেলায় নিষিদ্ধ জালের ব্যবহার নিয়ন্ত্রণে আরও কার্যকর ভূমিকা রাখত।
উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এই অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে জানান এই মৎস্য কর্মকর্তা।
What's Your Reaction?
কাজী আনিছুর রহমান, রাণীনগর প্রতিনিধি, নওগাঁঃ