পুঠিয়ায় প্রতিবেশীর হাতে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

মো: গোলাম কিবরিয়া , জেলা প্রতিনিধি, রাজশাহীঃ
Oct 23, 2025 - 11:27
 0  3
পুঠিয়ায় প্রতিবেশীর হাতে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

রাজশাহীর পুঠিয়ায় এক সাংবাদিক ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তার প্রতিবেশীর বিরুদ্ধে। ভুক্তভোগী সাংবাদিক মিজানুর রহমান নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে পুঠিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অভিযুক্তরা হলেন পুঠিয়া পৌরসভার ২ নং ওয়ার্ডের বাসিন্দা আফরোজা খাতুন (৪৫) ও তার স্বামী বেলাল হোসেন।

জানা যায়, সাংবাদিক মিজানের বাড়ির গেটের সামনে তার প্রতিবেশী আফরোজা খাতুনের পরিবার দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ফেলে আসছিল। এর ফলে সৃষ্ট দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে মিজান ও তার পরিবার একাধিকবার প্রতিবাদ জানালেও কোনো সুরাহা হয়নি। উল্টো, এ বিষয়ে নিষেধ করতে গেলে আফরোজা খাতুন লাঠি নিয়ে মিজানের পরিবারের ওপর চড়াও হন এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী সাংবাদিক মিজানুর রহমান জানান, এই ঘটনা নতুন নয়। এর আগেও তার বাসার জানালার সামনে আফরোজা খাতুনের পরিবার পাঁঠা রেখে ব্যবসা শুরু করলে তিনি প্রতিবাদ জানান। তখন আফরোজার দুই ছেলে তাকে প্রাণনাশের হুমকি দিয়েছিল।

পরিস্থিতির অবনতি ঘটে গত ২১ অক্টোবর, সোমবার। সকাল আনুমানিক ১১টার দিকে সাংবাদিক মিজান বিষয়টি নিয়ে কথা বলতে প্রতিবেশী বেলাল হোসেনের কাছে যান। কিন্তু বেলাল হোসেন সমাধানের বদলে উল্টো দেশীয় অস্ত্র দিয়ে মিজানকে আঘাত করার চেষ্টা করেন বলে তিনি অভিযোগ করেন।

মিজানুর রহমান আরও বলেন, "এই মহিলা দীর্ঘদিন ধরে তার কুরুচিপূর্ণ কথাবার্তা দিয়ে পুরো গ্রামবাসীকে জিম্মি করে রেখেছেন। কেউ তার কোনো কাজের প্রতিবাদ করলেই মামলার ভয় দেখান। আমি এই হয়রানি থেকে মুক্তি চাই এবং তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।"

এ বিষয়ে অভিযুক্ত আফরোজা খাতুন ও তার স্বামী বেলাল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। অভিযোগের বিষয়ে জানতে চাইলে তারা বলেন, "যে অভিযোগ দিয়েছে, বক্তব্য সেই দেবে।" সোমবার সকালের ঘটনাটি নিয়ে প্রশ্ন করা হলে বেলাল হোসেন বিষয়টি এড়িয়ে যান এবং ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এ প্রসঙ্গে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, সাংবাদিক মিজানুর রহমান থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow