নারায়ণগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে নবজাতকের মৃত্যু

অনলাইন ডেস্কঃ
Nov 21, 2025 - 13:05
 0  4
নারায়ণগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে নবজাতকের মৃত্যু

শুক্রবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে ফাতেমা নামের এক নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছেন নবজাতকের মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম।

স্থানীয় সূত্র জানায়, সকালে ভূমিকম্প অনুভূত হওয়ার সময় ভুলতা–গাউছিয়া সড়ক হয়ে যাতায়াতের সময় সড়কের পাশের একটি পুরোনো দেয়াল হঠাৎ ধসে পড়ে। এতে দেয়ালের নিচে চাপা পড়ে নবজাতক ফাতেমা ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা দ্রুত নবজাতকের মরদেহ উদ্ধার করেন। আহত অবস্থায় কুলসুম বেগম ও জেসমিন বেগমকে উদ্ধার করে নিকটবর্তী একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়।

মৃত ফাতেমা গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ ৫ নম্বর ক্যানেল এলাকার আব্দুল হকের মেয়ে।

এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান বলেন, “ভূমিকম্পে দেয়াল ধসে নবজাতকের মৃত্যু হয়েছে। আহত দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

দুর্ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে। স্থানীয়রা জানান, দেয়ালটি পুরোনো ও ঝুঁকিপূর্ণ ছিল, ভূমিকম্পের সময় হঠাৎ ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনার সৃষ্টি হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow