বেরোবিসহ রংপুরের ৩ কেন্দ্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি, রংপুরঃ
Jan 16, 2026 - 23:53
 0  2
বেরোবিসহ রংপুরের ৩ কেন্দ্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা রংপুরে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি, ২০২৬) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ (বেরোবি) রংপুরের মোট তিনটি কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এই পরীক্ষা সম্পন্ন হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এবারের ভর্তি পরীক্ষা দুটি শিফটে অনুষ্ঠিত হয়েছে। প্রথম শিফটের পরীক্ষা বেলা ১১টা থেকে শুরু হয়ে চলে দুপুর ১২টা পর্যন্ত। এই শিফটে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৩২১ জন, রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৩ হাজার ২৮৪ জন এবং দি মিলেনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ১ হাজার ৩০৭ জন পরীক্ষার্থী অংশ নেন। প্রথম শিফটে মোট উপস্থিতির হার ছিল ৯৩ দশমিক ৭৬ শতাংশ।

অপরদিকে, বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত দ্বিতীয় শিফটের পরীক্ষায় বেরোবি কেন্দ্রে ৩ হাজার ১৬৮ জন, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৩ হাজার ৩০৮ জন এবং দি মিলেনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ১ হাজার ৩০৭ জন ভর্তিচ্ছু অংশগ্রহণ করেন। এই শিফটে উপস্থিতির হার ছিল ৯৪ দশমিক ৫৩ শতাংশ।

পরীক্ষা চলাকালীন কেন্দ্রসমূহ পরিদর্শন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বেরোবি কেন্দ্রে অত্যন্ত সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রংপুরসহ সমগ্র উত্তরাঞ্চলের পরীক্ষার্থীরা নিজ এলাকায় পরীক্ষা দিতে পারায় তাদের সময় ও অর্থ উভয়ই সাশ্রয় হয়েছে।”

উপাচার্য পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীদের উপস্থিতির হার নিয়ে সন্তোষ প্রকাশ করেন। একইসঙ্গে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেরোবির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের প্রফেসর ড. মো. আমিনুল হক, বেরোবি রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ এবং প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow