জলঢাকায় যৌথ অভিযানে মাদকসহ দম্পতি গ্রেফতার
নীলফামারীর জলঢাকায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে মাদকসহ এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে পৌরসভার বগুলাগাড়ী ক্যানেলের পাড় এলাকায় নিজ বসতবাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ওই এলাকার মৃত. আবু বক্কর সিদ্দিকের ছেলে মিনারুল ইসলাম (৩৬) ও তার স্ত্রী জোসনা খাতুন (৩২)।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় মিনারুলের বাড়িতে তল্লাশি চালিয়ে ৮৫ পুরিয়া হেরোইন, ৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩,৪৬০ টাকা এবং তাদের ব্যবহৃত ২টি মোবাইল ফোন জব্দ করে যৌথ বাহিনী।
জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, এই দম্পতির নামে এর আগেও একাধিক মামলা রয়েছে। মাদকের বিস্তার রোধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
What's Your Reaction?
হাসানুজ্জামান সিদ্দিকী হাসান, জলঢাকা প্রতিনিধি, নীলফামারীঃ