জলঢাকায় যৌথ অভিযানে মাদকসহ দম্পতি গ্রেফতার

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান, জলঢাকা প্রতিনিধি, নীলফামারীঃ
Jan 16, 2026 - 23:50
 0  2
জলঢাকায় যৌথ অভিযানে মাদকসহ দম্পতি গ্রেফতার

নীলফামারীর জলঢাকায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে মাদকসহ এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে।

‎বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে পৌরসভার বগুলাগাড়ী ক্যানেলের পাড় এলাকায় নিজ বসতবাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

‎গ্রেফতারকৃতরা হলেন, ওই এলাকার মৃত. আবু বক্কর সিদ্দিকের ছেলে মিনারুল ইসলাম (৩৬) ও তার স্ত্রী জোসনা খাতুন (৩২)।

‎​থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় মিনারুলের বাড়িতে তল্লাশি চালিয়ে ৮৫ পুরিয়া হেরোইন, ৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩,৪৬০ টাকা এবং তাদের ব্যবহৃত ২টি মোবাইল ফোন জব্দ করে যৌথ বাহিনী।

‎​জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

‎তিনি আরও জানান, এই দম্পতির নামে এর আগেও একাধিক মামলা রয়েছে। মাদকের বিস্তার রোধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow