শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

অনলাইন ডেস্কঃ
Jan 16, 2026 - 23:44
 0  7
শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

সিলেট নগরীর বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন ও জরুরি মেরামত কাজের জন্য আগামীকাল শনিবার (১৭ জানুয়ারি) শহরের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ট্রান্সফর্মার মেরামত ও সঞ্চালন লাইন উন্নয়নের লক্ষ্যে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা এসব এলাকায় বিদ্যুৎ পাওয়া যাবে না।

সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরাফাত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জনগুরুত্বপূর্ণ এই কাজের জন্য শেখঘাট এলাকার বিএডিসি অফিস ও আশপাশ, শুভেচ্ছা আবাসিক এলাকা, সূর্যের হাসি ক্লিনিক এবং জিতু মিয়ার পয়েন্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

একই সময়ে বিদ্যুৎ থাকবে না তালতলা ভিআইপি রোডের পার্ক ভিউ হাসপাতাল, হিলটাউন আবাসিক হোটেল, তেলিহাওর, কাজিরবাজার ও তালতলা পয়েন্ট সংলগ্ন এলাকায়। এছাড়া বাংলাদেশ ব্যাংক, বন্দরবাজারের কোর্ট পয়েন্ট, সুরমা মার্কেট, রামের দিঘীরপাড়, মির্জাজাঙ্গাল এলাকার নির্ভানা ইন হোটেল ও তোপখানা এলাকাতেও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে।

নগরীর গুরুত্বপূর্ণ প্রশাসনিক এলাকাগুলোও এই আওতাভুক্ত থাকবে। এর মধ্যে রয়েছে কোতোয়ালি থানা, সিলেট সার্কিট হাউজ, জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয় এবং বন্দরবাজারের প্রধান ডাকঘর এলাকা। পাশাপাশি ডহর আবাসিক এলাকা, কলাপাড়া মসজিদ ও কুষ্ট হাসপাতাল এলাকাতেও বিদ্যুৎ পাওয়া যাবে না।

গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। তবে জানানো হয়েছে যে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করা সম্ভব হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow