দেশজুড়ে বর্ণাঢ্য আয়োজনে পালিত ৫৪তম জাতীয় সমবায় দিবস
‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’—এই প্রতিপাদ্যকে ধারণ করে শনিবার (১ নভেম্বর) সারাদেশের ন্যায় দেশের বিভিন্ন উপজেলায় উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫। এদিন সকাল থেকে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও শ্রেষ্ঠ সমবায়ীদের সম্মাননা প্রদানসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।
মাগুরার মহম্মদপুরে উপজেলা সমবায় কর্মকর্তা মো. নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এম. সাব্বির হাসান। বক্তারা বলেন, “সমবায় আন্দোলনই পারে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করে সমাজে ন্যায়ভিত্তিক উন্নয়ন গড়ে তুলতে।”
ফরিদপুরের আলফাডাঙ্গায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এ.কে.এম. রায়হানুর রহমান। তিনি বলেন, “সমবায়ের মূল শক্তি হলো ঐক্য; এটি সামাজিক সম্প্রীতি ও সহযোগিতার প্রতীক।” অনুষ্ঠানের শেষে শ্রেষ্ঠ সমবায়ীদের মধ্যে সম্মাননা প্রদান করা হয়।
বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা নির্বাহী অফিসার লিখন বণিকের উপস্থিতিতে সকাল ১০টায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা আফজাল হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তারা বলেন, “সমবায়ের মাধ্যমে দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টি সম্ভব।”
নওগাঁর আত্রাইয়ে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. নূরে আলম সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় সমবায়ী নেতৃবৃন্দ অংশ নেন। বক্তারা বলেন, “সমবায়ই পারে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নত করতে।”
অন্যদিকে রাণীনগরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে আয়োজিত সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সমবায়ী সংগঠনের সদস্যরা অংশ নেন। পরে সরকারকে সর্বোচ্চ রাজস্ব প্রদান করায় পাঁচটি সমবায় সমিতিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
ফরিদপুরের মধুখালীতে উপজেলা সমবায় কর্মকর্তা লাকি আক্তারের সভাপতিত্বে ও সহকারী সমবায় পরিদর্শক মো. মহিউদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান। বক্তারা বলেন, “সমবায় হলো জনগণের অর্থনৈতিক মুক্তির হাতিয়ার।”
এছাড়া ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শওকত আলী ও সাংবাদিক কোরবান আলী। অনুষ্ঠানের শেষে শ্রেষ্ঠ সমবায়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
দেশের প্রতিটি উপজেলায় অনুষ্ঠিত এসব অনুষ্ঠানে বক্তারা বলেন, সমবায় হচ্ছে জনগণের অর্থনৈতিক মুক্তি, সামাজিক ঐক্য ও ন্যায়ভিত্তিক উন্নয়নের মূলমন্ত্র। সমবায়ের চেতনা ধারণ করে সুশাসন, পারস্পরিক সহযোগিতা ও উৎপাদনমুখী সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে।
What's Your Reaction?
নিউজ ডেস্কঃ