আলফাডাঙ্গায় ধানের শীষের প্রচারণায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধিঃ
Nov 1, 2025 - 20:05
 0  10
আলফাডাঙ্গায় ধানের শীষের প্রচারণায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ধানের শীষের পক্ষে এক বর্ণাঢ্য বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় আলফাডাঙ্গা মুক্তিযুদ্ধ চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির কার্যালয়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম নাসির।

প্রধান অতিথির বক্তব্যে খন্দকার নাসিরুল ইসলাম নাসির বলেন,বাংলাদেশ আজ এক গভীর সংকটে নিমজ্জিত। বিগত আওয়ামী লীগ সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে, বিচারব্যবস্থাকে দলীয়করণ করেছে, আমাদের দলের নেতাকর্মীদের ওপর চালিয়েছে নির্যাতন, গুম ও হত্যা। দেশকে একদলীয় শাসনের দিকে ঠেলে দেওয়া হয়েছিল। এখন সময় এসেছে জনগণের সরকার প্রতিষ্ঠার।

তিনি আরও বলেন,ধানের শীষ শুধু একটি প্রতীক নয়,এটি মানুষের মুক্তি, ভোটাধিকার ও গণতন্ত্রের প্রতীক। বিএনপি ক্ষমতায় এলে দেশের প্রতিটি পরিবার পাবে ফ্যামিলি কার্ড, কৃষক পাবে ন্যায্যমূল্য, তরুণরা পাবে কর্মসংস্থান। আমরা দেশকে প্রকৃত গণতন্ত্রের পথে ফিরিয়ে আনব। সময় এসেছে পরিবর্তনের, সময় এসেছে ধানের শীষে ভোট দেওয়ার।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাধারণ সম্পাদক নূর জামাল খসরু, পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপন এবং সাধারণ সম্পাদক মো. হাসিবুল হাসান হাসিব।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মামুন মাস্টার, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান, প্রচার সম্পাদক কামরুজ্জামান কদর, উপজেলা বিএনপির সদস্য ইশা খান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব নিয়ামুল হাসান পারভেজ এবং পৌর ছাত্রদলের সভাপতি সোহেল শরীফ।

বিক্ষোভ মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন। তারা গণতন্ত্র ফিরিয়ে দাও, ভোটাধিকার চাই, ধানের শীষে ভোট দিন, নাসির ভাইয়ের সালাম নিন  এসব স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা।

উৎসাহ ও উদ্দীপনায় ভরপুর এই বিক্ষোভ মিছিলটি আলফাডাঙ্গা শহরজুড়ে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow