ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটিতে ফরিদপুরের তিন নেতার স্থান

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
Jan 13, 2026 - 21:37
 0  6
ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটিতে ফরিদপুরের তিন নেতার স্থান

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নবগঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে ফরিদপুর জেলা থেকে তিনজন নেতাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে। ফরিদপুরের এই তিন তরুণের কেন্দ্রীয় নেতৃত্বে অন্তর্ভুক্তি জেলার ছাত্র রাজনীতির অঙ্গনে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে।

ঘোষিত নতুন কমিটিতে ফরিদপুর জেলার তসলিম ইসলাম অভি এবং মোঃ হারুনার রশিদকে কেন্দ্রীয় সহ-সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। পাশাপাশি, একই জেলার সুলতানা ইসলাম কেন্দ্রীয় সহ-সমাজসেবা সম্পাদক পদের দায়িত্ব পেয়েছেন।

ফরিদপুর থেকে একযোগে একাধিক নেতার কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়ার বিষয়টি জেলার সাধারণ শিক্ষার্থী ও স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি করেছে। সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেছেন যে, নবনির্বাচিত এই নেতারা সংগঠনের আদর্শ সমুন্নত রেখে সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করবেন।

গুরুত্বপূর্ণ এসব দায়িত্ব পেয়ে মনোনীত নেতারা সংগঠনের প্রতি আস্থা রাখায় কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একইসঙ্গে, আগামী দিনে ছাত্রসমাজের অধিকার, ন্যায়বিচার ও মর্যাদা প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর জেলা গণঅধিকার পরিষদের সাবেক অর্থ ও সম্পদ সম্পাদক শেখ জাহিদ হাসান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow