ফরিদপুরে ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
Sep 9, 2025 - 18:01
 0  10
ফরিদপুরে ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

গণঅধিকার পরিষদের সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে ফরিদপুরে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকালে ফরিদপুর পৌর শাখার গণঅধিকার পরিষদের উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

জিওপি কেন্দ্রীয় সদস্য মনিরুজ্জামান মনির হাওলাদার এবং ফরিদপুর জেলা জিওপি বৈদেশিক কর্মস্থান ও প্রবাসী কল্যাণ সম্পাদক মোঃ এমদাদ শেখের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই বিক্ষোভ মিছিলে জেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বিকাল ৪টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা নুরুল হক নুরের উপর চালানো হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা অবিলম্বে এই হামলায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ফরহাদ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নুরু মিয়া, সহ-অর্থ সম্পাদক শেখ জাহিদ হাসান, ফরিদপুর জেলা যুব অধিকার পরিষদের সভাপতি সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আল-আমিন হক্ব, ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক জনি বিশ্বাস, এবং পৌর শাখা গণঅধিকার পরিষদের সদ্য সাবেক আহ্বায়ক কামরুল হায়দার, যুগ্ম আহ্বায়ক তারেক শেখ, মোল্লামেল মৃধা, সদস্য সচিব শরিফুল ইসলাম বাপ্পী, যুগ্ম সদস্য সচিব আবু বকর চৌধুরী এবং সদস্য শাকিব পাট্টাদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা আরও বলেন, জনপ্রিয় ছাত্রনেতা ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতার ওপর এ হামলা গণতন্ত্রকামী মানুষের কণ্ঠ রোধ করার একটি ষড়যন্ত্র। আজকের এই বিক্ষোভ মিছিল তারই অংশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow