কালীগঞ্জে অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান

মোঃ হাসমত উল্লাহ, জেলা প্রতিনিধি, লালমনিরহাটঃ
Sep 9, 2025 - 15:44
 0  14
কালীগঞ্জে অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান

 লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় নদ-নদীতে মাছের অবাধ প্রজনন ও বিচরণ নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর একযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চাপারহাট এলাকায় পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দসহ এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০, মৎস্যখাদ্য ও পশুখাদ্য আইন-২০১০ এবং মৎস্য হ্যাচারি আইন-২০১০ এর আওতায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানকালে প্রায় ৭৫০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে তা ধ্বংস করা হয়। এসময় অবৈধ জাল বিক্রির দায়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদি ইমাম। অভিযানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইয়েদুল মোফাচ্ছালীন, থানার উপ-পরিদর্শক (এসআই), সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এবং মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

মৎস্য বিভাগ আশা প্রকাশ করেছে যে, প্রশাসনের এ ধরনের নিয়মিত তদারকির ফলে স্থানীয় নদী ও জলাশয়ে মাছের প্রজনন নির্বিঘ্ন হবে এবং এই অঞ্চলের মৎস্য ভান্ডার সুরক্ষিত থাকবে। একইসাথে, সচেতন মহল মনে করছে, এই আইন প্রয়োগের ফলে জেলেরা অবৈধ কারেন্ট জাল ব্যবহার থেকে বিরত থাকতে উৎসাহিত হবে, যা দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow