কাপ্তাইয়ে দরিদ্র শিক্ষার্থীদের জন্য আর্থিক অনুদান বিষয়ক সভা

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
Sep 9, 2025 - 15:34
 0  5
কাপ্তাইয়ে দরিদ্র শিক্ষার্থীদের জন্য আর্থিক অনুদান বিষয়ক সভা

রাঙ্গামাটি জেলা প্রশাসনের অন্যতম বৃহৎ উদ্যোগ "রাঙ্গামাটি ফাউন্ডেশন" এর পক্ষ থেকে দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সহায়তার জন্য আর্থিক অনুদান প্রদানের বিষয়ে কাপ্তাইয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষ 'কিন্নরী'-তে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, হেডম্যান এবং ইউনিয়ন পরিষদের সচিবগণ উপস্থিত ছিলেন। কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্রের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় রাঙ্গামাটি ফাউন্ডেশনের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানানো হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই উদ্যোগের ফলে মেধাবী অথচ দরিদ্র শিক্ষার্থীরা উচ্চতর শিক্ষা লাভের সুযোগ পাবে। বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নে নানা কর্মসূচি হাতে নিয়েছে। আর্থিক অভাবের কারণে যেন কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা থেমে না যায়, সেই লক্ষ্যেই যাচাই-বাছাই করে এই আর্থিক অনুদান প্রদান করা হচ্ছে। এই অনুদান অস্বচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করে তুলবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুইহ্লা অং মারমা, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম, কর্ণফুলী সরকারি কলেজের প্রভাষক আবু তালেব, কাপ্তাই থানার সেকেন্ড অফিসার সাইমুল ইসলাম, ১১৯ নং ভাইয্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা এবং সাংবাদিক ঝুলন দত্ত।

বক্তারা রাঙামাটি জেলা প্রশাসনের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, এর মাধ্যমে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা শিক্ষাজীবন অব্যাহত রাখতে উৎসাহিত হবে এবং নিজেদের भविष्य গড়ার পথে এক ধাপ এগিয়ে যাবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow