ডাকসুতে দায়িত্ব পালনকালে সাংবাদিকের মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন সাংবাদিক তরিকুল শিবলী (৪০)। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় লাইভ সম্প্রচার করার সময় তিনি হঠাৎ অচেতন হয়ে পড়েন। তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তরিকুল শিবলী বেসরকারি টেলিভিশন চ্যানেল 'চ্যানেল এস'-এর সিটি রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য তিনি কার্জন হলের ভেতরে লাইভ সম্প্রচার করছিলেন, এমন সময় হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়েন।
তরিকুলের আকস্মিক মৃত্যুতে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তরিকুল শিবলীর গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং থানায়। তিনি ঢাকার উত্তরা দিয়াবাড়ি এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। তরিকুল শিবলী দুই মেয়ের জনক ছিলেন। তার এই অকাল মৃত্যুতে পরিবার এবং সহকর্মীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
What's Your Reaction?






