হাদিকে হত্যাচেষ্টা মামলার মূল শুটারের বাবা-মা গ্রেপ্তার

অনলাইন ডেস্কঃ
Dec 17, 2025 - 12:50
 0  7
হাদিকে হত্যাচেষ্টা মামলার মূল শুটারের বাবা-মা গ্রেপ্তার
ছবি : সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার মামলার মূল অভিযুক্ত শুটার ফয়সালের বাবা-মাকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার দুজন হলেন—ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরফে শুটার ফয়সালের বাবা মো. হুমায়ুন কবির (৭০) ও মা মোসা. হাসি বেগম (৬০)।

র‍্যাব জানায়, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে গোয়েন্দা তথ্য বিশ্লেষণ ও আধুনিক প্রযুক্তির সহায়তায় র‍্যাব-১০-এর একটি দল ঢাকার কেরানীগঞ্জ উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা ইউনিয়নের হাসনাবাদ হাউজিং এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে শুটার ফয়সালের ভাই হাসান মাহমুদের বাসা থেকে এই চাঞ্চল্যকর হত্যাচেষ্টা মামলার আসামি ফয়সালের বাবা ও মাকে গ্রেপ্তার করা হয়।

উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

এর আগে এ ঘটনায় নারায়ণগঞ্জ থেকে ফয়সালের স্ত্রী, বান্ধবী ও শ্যালককে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক সন্দেহে একজনকে এবং ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে সীমান্ত এলাকা থেকে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় রোববার রাতে পল্টন থানায় মামলা দায়ের করা হয়। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের পরিবারের সম্মতিক্রমে মামলাটি করেন।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে অস্ত্রোপচার শেষে একই রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow