মুকসুদপুরে চার দফা দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন

মুকসুদপুর প্রতিনিধি, গোপালগঞ্জঃ
Oct 6, 2025 - 21:13
 0  2
মুকসুদপুরে চার দফা দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন

গোপালগঞ্জের মুকসুদপুরে চার দফা দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মুকসুদপুর ইসলামী ব্যাংক শাখার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকরিপ্রত্যাশী পরিষদের আয়োজনে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের সদস্য আবু তালেব ফরাজী। মানববন্ধনে বক্তব্য রাখেন হুসাইন আহমেদ রিদয়, খালিদ মল্লিক ও মো. মুবিন হোসেন।

বক্তারা বলেন, ইসলামী ব্যাংকে চলমান অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সাধারণ গ্রাহকদের ঐক্যবদ্ধ হতে হবে। তারা চার দফা দাবি উত্থাপন করেন। তাদের দাবির মধ্যে রয়েছে—২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম কর্তৃক প্রদত্ত সব অবৈধ নিয়োগ বাতিল করা। দেশের সব অঞ্চলে মেধা যাচাইয়ের মাধ্যমে দক্ষ ও যোগ্য কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ব্যবস্থা করা। এস আলম কর্তৃক বিদেশে পাচারকৃত লক্ষ কোটি টাকা ফেরত আনার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া এবং সরকার কর্তৃক জব্দকৃত সম্পদ দিয়ে এস আলমের দায়-দেনা সমন্বয় করা। এছাড়া যারা মিথ্যা তথ্য ও অপপ্রচারের মাধ্যমে ইসলামী ব্যাংকের সুনাম ক্ষুণ্ণ করছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানান বক্তারা।

মানববন্ধনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের সদস্যরা ছাড়াও স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow