আওয়ামী লীগের নির্যাতনে পঙ্গু প্রবীণ বিএনপি নেতা মোতালেব আকনের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ করলেন তারেক রহমান

জালিস মাহমুদ, স্টাফ রিপোর্টার, পিরোজপুরঃ
Oct 6, 2025 - 21:38
 0  4
আওয়ামী লীগের নির্যাতনে পঙ্গু প্রবীণ বিএনপি নেতা মোতালেব আকনের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ করলেন তারেক রহমান

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমান সোমবার বিকেলে  ভার্চুয়ালি সাক্ষাৎ করেছেন আওয়ামী লীগের নির্যাতনের পঙ্গু হয়ে যাওয়া পিরোজপুর জেলা বিএনপি’র প্রবীণ নেতা মোতালেব আকনের সঙ্গে।

দীর্ঘদিন ধরে লন্ডনে অবস্থানরত তারেক রহমানের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন মোতালেব আকন। সম্প্রতি  দেশ টিভিতে  প্রচারিত এক প্রতিবেদনে বিষয়টি উঠে আসলে তা নজরে পড়ে তারেক রহমানের। পরে তিনি ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন মোতালেব আকনের সঙ্গে যোগাযোগ করার জন্য। এরই ধারাবাহিকতায় সোমবার ০৬ অক্টবর বিকেলে এ ভার্চুয়াল সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন কালের কণ্ঠের যুগ্মসম্পাদক, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও সাংবাদিক নেতা  সাঈদ খানও এ সময় উপস্থিত ছিলেন।

‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা, সদস্য সচিবসহ বিভিন্ন পর্যায়ের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন, পিরোজপুর জেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক  নজরুল ইসলাম খান, যুগ্ম আহ্বায়ক এলিজা জামান, সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।

সাক্ষাৎ শেষে নেতারা জানান, দেশনায়ক তারেক রহমানের এই উদ্যোগ কেবল একজন প্রবীণ নেতার ইচ্ছা পূরণ নয়, বরং তৃণমূল কর্মীদের প্রতি তার আন্তরিকতা ও ভালোবাসার বহিঃপ্রকাশ। তারা এ ঘটনাকে দলের ঐক্য সুসংহত করার একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow