পিরোজপুরে মা ইলিশ রক্ষায় মোবাইল কোর্টের অভিযানে মাছ ও জাল জব্দ

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Oct 6, 2025 - 21:42
 0  3
পিরোজপুরে মা ইলিশ রক্ষায় মোবাইল কোর্টের অভিযানে  মাছ ও জাল জব্দ

পিরোজপুরের ইন্দুরকানীর কঁচা নদীতে মা ইলিশ রক্ষায় মোবাইল কোর্টের অভিযানে   অবৈধ কারেন্ট জালসহ ৫ হাজার মিটার জাল ও কিছু জাটকা ইলিশ মাছ জব্দ করা হয়েছে।

 সোমবার (৬ অক্টোবর) বেলা ১২ টার দিকে এ অভিযান পরিচালনা করে এসব জাল ও মাছ জব্দ করা হয়। এ সময় জেলেরা পালিয়ে যায় । পরে দুপুর ২ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার  হাসান বিন মোহাম্মদ আলীর উপস্থিতিতে ওই জব্দকৃত জাল উপজেলা চত্বরে পোড়ানো হয় এবং মাছ গুলো কিছু হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়।

 অভিযানটি পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন, ইন্দুরকানী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মারুফ হোসেন সহ সংশ্লিষ্ট কতৃপক্ষ ও সাংবাদিক বৃন্দ। 

মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান বলেন,গোপন সংবাদের ভিওিতে কঁচা নদীর আলীর খাল থেকে মাছ ধরার সময় ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জালসহ ৭/৮টি ইলিশা জাল ও কিছু মাছ জব্দ করা হয়েছে। জাল গুলো পুড়িয়ে ফেলা হয়েছে এবং মাছ গুলো হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। 

তিনি আরো বলেন, সারা দেশে একযোগে ইলিশের প্রজনন মৌসুম ৪অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিনের জন্য ইলিশ মাছ আহরন,পরিবহন,মজুদ ও বাজারজাতকরণ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় মা ইলিশ রক্ষার্থে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow