মানবসম্পদ উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশের বিকল্প নেই: পররাষ্ট্র উপদেষ্টা

এম নূরউদ্দিন আহমেদ, জেলা প্রতিনিধি, নরসিংদীঃ
Oct 25, 2025 - 19:09
 0  2
মানবসম্পদ উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশের বিকল্প নেই: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, “মানবসম্পদ উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশের কোনো বিকল্প নেই। একটি দেশের টেকসই উন্নয়নের জন্য শিক্ষা ও স্বাস্থ্যখাতে পর্যাপ্ত বাজেট বরাদ্দ অত্যন্ত জরুরি। পাশাপাশি প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন করা গেলে উচ্চশিক্ষা অর্জন সহজ হবে।”

শনিবার (২৫ অক্টোবর) সকালে নরসিংদীর বেলাব উপজেলার হোসেননগর পাইলট স্কুল মাঠে ‘মান্নান সাকিনা এডুকেশন ফাউন্ডেশন’ আয়োজিত স্কুল স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “বেলাব হোসেননগর পাইলট উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার সময় আমাদের পরিবারের সদস্যরা স্থানীয়দের সঙ্গে জমি দানসহ নানা সহযোগিতা করেছিলেন। ভবিষ্যতেও এলাকার বিত্তবানরা শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নে এগিয়ে আসবেন বলে আশা করি। প্রশাসনের সহায়তায় আমরা আগামী দিনে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি গ্রামবাসীর স্বাস্থ্যসেবা উন্নয়নে কাজ করব।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মান্নান সাকিনা এডুকেশন ফাউন্ডেশনের সভাপতি ও সাবেক সচিব জাহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) চেয়ারম্যান (সিনিয়র সচিব) ওয়াহিদ হোসেন এনডিসি।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসেন, জেলা পুলিশ সুপার মিনহাজুল আলম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় ক্ষুদ্র ও কুটির শিল্পবিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম, বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক এয়ার কমডর খালিদ হোসেন, নরসিংদী সিভিল সার্জন সৈয়দ আমিরুল হক শামীম, বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিম, সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবর রহমান।

অনুষ্ঠানে হোসেননগর হাই স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি শাহিদ হোসেন, ফাউন্ডেশনের সদস্য জেসমিন ফেরদৌস, বেলাব উপজেলা বিএনপির সভাপতি আহসান হাবিব বিপ্লব, রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, দপ্তর সম্পাদক মো. ফরিদ উদ্দিন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল হক চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও সচেতনতা সামগ্রী বিতরণ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow