ফরিদপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Oct 25, 2025 - 19:14
 0  6
ফরিদপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

ফরিদপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শামীম মিয়া (২৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শফিক (৩০) নামে আরও একজন। বর্তমানে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (২৫ অক্টোবর) সকাল ৮টার দিকে কোতয়ালী থানার কৈজুরী ইউনিয়নের পরসা গ্রামের মোল্লাবাড়ি মোড়ে জনৈক কাশেমের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে ফরিদপুর-ল-১২-৫১৬১ নম্বরের একটি মোটরসাইকেল ও নম্বরবিহীন একটি ১০০ সিসি হিরো মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মোটরসাইকেল আরোহী দুইজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামীম মিয়াকে মৃত ঘোষণা করেন।

নিহত শামীম মিয়া ফরিদপুরের কোতয়ালী থানার সাচিয়া গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে। আহত শফিক গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাহেবচর গ্রামের পান্নু শেখের ছেলে।

দুর্ঘটনায় জড়িত দুটি মোটরসাইকেল পুলিশ হেফাজতে নিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোতয়ালী থানা পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow