শ্রীনগরে অটোচালক ইয়াছিন মীর হত্যার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ
Oct 25, 2025 - 19:22
Oct 25, 2025 - 20:45
 0  33
শ্রীনগরে অটোচালক ইয়াছিন মীর হত্যার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

মুন্সীগঞ্জের শ্রীনগরে অটোচালক ইয়াছিন মীর (১৯) হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার দয়হাটা নাপিতবাড়ী এলাকায় শ্রীনগর ইউনিয়নের সাধারণ জনগণের উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইয়াছিন মীরকে প্রথমে মারধর করা হয়, পরে বিষ প্রয়োগে হত্যা করা হয়। তারা দাবি জানান, অটোচালক ইয়াছিন মীর হত্যার সঙ্গে জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নিরপরাধ কাউকে যেন হয়রানি করা না হয়, সেদিকেও প্রশাসনকে নজর রাখতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আশরাফ হোসেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর ইসলাম বেপারী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফয়সাল আহম্মেদ রনি, যুগ্ম আহ্বায়ক সোহেল মাহমুদ, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বাদশা, নিহত ইয়াছিনের বাবা ইউসুফ মীর, চাচা শাহিন, মনির ও মিন্টুসহ পাঁচ শতাধিক নারী-পুরুষ।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে দয়হাটা নাপিতবাড়ী এলাকায় অটোরিকশায় যাত্রী নেওয়াকে কেন্দ্র করে এক মহিলা যাত্রীর পক্ষের লোকজন ইয়াছিন মীরকে মারধর করে। পরে স্থানীয়ভাবে শালিসের মাধ্যমে ঘটনাটি মীমাংসার চেষ্টা হলেও অল্প সময় পর ইয়াছিন মীর মারা যান।

এ ঘটনায় নিহতের বাবা ইউসুফ মীর বাদী হয়ে হৃদয় মোড়লসহ ৯ জনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ইতিমধ্যে এক নারীসহ তিনজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow