ফরিদপুরে খেলাফত মজলিসের সদস্য সংগ্রহ ও দাওয়াতী কর্মসূচি পালিত

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Oct 25, 2025 - 19:28
 0  7
ফরিদপুরে খেলাফত মজলিসের সদস্য সংগ্রহ ও দাওয়াতী কর্মসূচি পালিত

বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার উদ্যোগে সদস্য সংগ্রহ ও দাওয়াতী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) ফরিদপুরের বদরপুর মারকাজ মসজিদ সংলগ্ন এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

জেলা শাখার প্রচার সম্পাদক মাওলানা সরোয়ার হোসেনের নেতৃত্বে এবং মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক মো. তৌহিদ হোসেনের পরিচালনায় এ দাওয়াতী কর্মসূচি সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রমিক মজলিসের জেলা সেক্রেটারি মুফতি কামরুজ্জামানসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

কর্মসূচিতে বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন এবং বাংলাদেশ খেলাফত মজলিসের সদস্য ফরম পূরণ করে সংগঠনে যোগ দেন। এ সময় ফরিদপুর সদর-৩ আসনের রিকশা প্রতীকের প্রার্থী, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জেলা সভাপতি মাওলানা আমজাদ হোসেনও উপস্থিত ছিলেন। তিনি নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে উপস্থিত জনতার উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং ইসলামভিত্তিক সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow