দেশের উন্নতি চাইলে দুর্নীতিকে ‘না’ বলুন: মাসুদ সাঈদী
বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর সদর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, “দেশের উন্নয়ন ও সমৃদ্ধি চাইলে দুর্নীতিকে ‘না’ বলতে হবে। যে রাষ্ট্রে দুর্নীতিবাজ, লুটেরা ও চাঁদাবাজরা নেতৃত্ব দেয়, সে রাষ্ট্র কখনোই এগোতে পারে না।”
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে পিরোজপুর সদর উপজেলার ৭নং শংকরপাশা ইউনিয়নের চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাসুদ সাঈদী বলেন, “বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দেখা গেছে— যে-ই রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে, কোনো না কোনোভাবে তারা দুর্নীতি, লুটপাট ও স্বজনপ্রীতির মাধ্যমে এই দেশের ক্ষতি করেছে। এই দুর্নীতিই আজ আমাদের উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা।”
তিনি আরও বলেন, “৫ই আগস্টের পর বাংলাদেশের জনগণ একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। এই নতুন বাংলাদেশে কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাসী, কোনো দুর্নীতিবাজের ঠাঁই হবে না। যেই-ই হোক না কেন, দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে জনগণ তাকে প্রত্যাখ্যান করবে।”
জামায়াত নেতা মাসুদ সাঈদী বলেন, “দেশে অব্যবস্থা, লুটপাট ও দুর্নীতির রাজনীতি বন্ধ করতে একমাত্র বাংলাদেশ জামায়াতে ইসলামিই সক্ষম। জামায়াতের মন্ত্রী, এমপি ও উপজেলা চেয়ারম্যানরা দায়িত্ব পালনকালে দুর্নীতি না করে প্রমাণ করেছেন— সদিচ্ছা থাকলে দুর্নীতিমুক্ত রাষ্ট্র পরিচালনা সম্ভব।”
তিনি আরও বলেন, “আমরা চাই একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র, যেখানে নেতৃত্ব আসবে সততা ও জনগণের আস্থার ভিত্তিতে। প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন রাষ্ট্রীয় ক্ষমতা থাকবে সৎ ও দেশপ্রেমিক মানুষের হাতে।”
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, জেলা সেক্রেটারি জহিরুল হক, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক শেখ, ইসলামী ছাত্রশিবির পিরোজপুর জেলা সভাপতি ইমরান হোসেন, সদর উপজেলা আমীর মাওলানা সিদ্দিকুর রহমান, উপজেলা সেক্রেটারি মো. আরিফ বিল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আল-আমিন ফকির, শিকদার মল্লিক ইউনিয়ন আমীর মাওলানা আব্দুর রবসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভা শেষে অংশগ্রহণকারীরা দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার শপথ নেন।
What's Your Reaction?
মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ