জামায়াত দুর্নীতি নয়, ন্যায়-নীতির রাজনীতিতে বিশ্বাসী: মাসুদ সাঈদী

আল-আমিন হোসাইন, নাজিরপুর প্রতিনিধি, পিরোজপুরঃ
Sep 19, 2025 - 14:41
 0  1
জামায়াত দুর্নীতি নয়, ন্যায়-নীতির রাজনীতিতে বিশ্বাসী: মাসুদ সাঈদী

পিরোজপুর-১ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, জামায়াতে ইসলামী দুর্নীতিতে নয়, ন্যায় ও নীতির রাজনীতিতে বিশ্বাসী। তিনি বলেন, "বিগত দিনে অনেক দলের নেতা, এমপি ও মন্ত্রী দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়ে কারাভোগ করেছেন এবং জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কিন্তু জামায়াতের কোনো নেতার ক্ষেত্রে এমন ঘটনা ঘটেনি। এটাই প্রমাণ করে, জামায়াত দুর্নীতি নয়, ন্যায়-নীতিতে বিশ্বাসী। আপনারা যতই অপপ্রচার বা কটাক্ষ করুন, আমরা তাতে ভীত নই।"

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে পিরোজপুরের নাজিরপুর উপজেলার শাঁখারিকাঠী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে হোগলাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাবার অসমাপ্ত কাজ শেষ করার প্রত্যয় ব্যক্ত করে মাসুদ সাঈদী বলেন, "আমার বাবা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.) দীর্ঘ ১০ বছর এই আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সময় তিনি উন্নয়নকাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছিলেন। কিন্তু ২০০১ থেকে ২০০৬ সালে চারদলীয় জোট সরকারের আমলে তিনি এই অঞ্চলে ব্যাপক উন্নয়ন করেন।"

তিনি আরও বলেন, "আমি আমার বাবার সেই অসমাপ্ত কাজ সমাপ্ত করে উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে চাই। আল্লাহ যদি আমাকে আপনাদের খাদেম হিসেবে কবুল করেন, তবে পিরোজপুর-১ আসনকে একটি উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলব।"

ইউনিয়ন জামায়াতের সভাপতি আনিছুর রহমান মল্লিকের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের আমীর তাফাজ্জল হোসাইন ফরিদ, জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, নাজিরপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রাজ্জাক এবং সেক্রেটারি কাজী মোসলেহউদ্দিন। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা বায়তুল মাল সম্পাদক মাওলানা আবু দাউদ, উপজেলা শিবির সভাপতি মো. আবু হানিফ এবং শাঁখারিকাঠী ইউনিয়নের সহ-সভাপতি শেখ মো. ফরহাদ হোসেন প্রমুখ।

এর আগে সকালে মাসুদ সাঈদী একই ইউনিয়নের বাঘাজোড়া ঈদগাহ মাঠে আয়োজিত আরও একটি মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow