আদালতের রায় উপেক্ষা করে জমি দখলের চেষ্টা, শ্রীনগরে ভূমিদস্যুর বিরুদ্ধে মানববন্ধন
মুন্সীগঞ্জের শ্রীনগরে জাহাঙ্গীর দেওয়ান নামে এক কথিত ভূমিদস্যুর বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন ভুক্তভোগী পরিবারসহ এলাকাবাসী। আদালতের রায় অমান্য করে জোরপূর্বক জমি দখলের চেষ্টার প্রতিবাদে শুক্রবার সকাল ১০টায় শ্রীনগর-দোহার সড়কের কয়রকীর্তন এলাকার সাফিন্স রেস্টুরেন্টের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেন, কয়রকীর্তন গ্রামের কারিকরপাড়ার মৃত জসিম উদ্দিন দেওয়ানের ছেলে জাহাঙ্গীর দেওয়ান একসময় শ্রীনগর বাজারে শাক-সবজি বিক্রি করতেন। কিন্তু গত কয়েক বছরে প্রতারণা ও জাল-জালিয়াতির মাধ্যমে অন্যের জমি দখল করে তিনি বিপুল অর্থবিত্তের মালিক বনে যান। এখন তার নজর পড়েছে এলাকার ১০টি পরিবারের পৈতৃক বসতভিটার ওপর।
ভুক্তভোগীরা জানান, কয়রকীর্তন মৌজার প্রায় ৭০ শতাংশ জমি বিক্রি করার জন্য জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে তাদের ওপর চাপ প্রয়োগ করে আসছেন। তারা জমি বিক্রি করতে রাজি না হওয়ায় জাহাঙ্গীর তার ভাড়াটে সন্ত্রাসী বাহিনী নিয়ে একাধিকবার হামলা চালায়। এসময় তাদের বাড়ির টিনের বেড়া ভাঙচুর করাসহ প্রতিনিয়ত খুন-জখমের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
একজন ভুক্তভোগী বলেন, "জাহাঙ্গীরের অত্যাচার থেকে বাঁচতে আমরা আইনের আশ্রয় নিয়েছি। তার বিরুদ্ধে একাধিক মামলা করে আমরা আদালতের রায়ও পেয়েছি। কিন্তু সে কোনো কিছুরই তোয়াক্কা করছে না। ক্ষমতার দাপট দেখিয়ে আমাদের বাপ-দাদার ভিটা থেকে উচ্ছেদের পাঁয়তারা চালিয়ে যাচ্ছে।"
মানববন্ধনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী পরিবারের সদস্য সাহেদ আলী, খলিল, জলিল, আঃ সাত্তার, রনি, শুভ, সোহান, সজিব, শহিদুল এবং আনোয়ার বেগম, রেজিয়া বেগম ও হাসিনা বেগমসহ এলাকার শতাধিক নারী-পুরুষ। তারা ভূমিদস্যু জাহাঙ্গীরের কবল থেকে নিজেদের বসতভিটা রক্ষায় এবং জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
What's Your Reaction?
এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ