ফরিদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা পূজা উদযাপন পরিষদের আলোচনা সভা

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Sep 19, 2025 - 15:10
 0  10
ফরিদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা পূজা উদযাপন পরিষদের আলোচনা সভা

শারদীয় দুর্গাপূজা সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের গোয়ালচামটের মদন গোপাল আঙ্গিনায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি তাপস কুমার সাহা। আলোচনায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, সহ-সভাপতি প্রফেসর অসীম কুমার সাহা, সুকেল সাহা, ননী গোপাল সাহা, ডা. প্রকাশ সরূপ রায় অপু, যুগ্ম সাধারণ সম্পাদক অজয় কুমার রায়, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক বাবুরাম কর্মকার, সদস্য গোপাল মজুমদার, সদর উপজেলা পূজা কমিটির সভাপতি সিতাংশু মিত্র কিঙ্কর ও সাধারণ সম্পাদক এডভোকেট চিরঞ্জিব রায়।

এছাড়া উপস্থিত ছিলেন শহর পূজা উদযাপন কমিটির সভাপতি রাম দত্ত ও সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার, সালথা থানার সভাপতি অরূপ কুমার সাহা ও সাধারণ সম্পাদক অনন্ত কুমার বিশ্বাস, ভাঙ্গা থানার সভাপতি জগদীশ পাল, মধুখালী থানার সভাপতি বিকাশ সাহা এবং চরভদ্রাসন থানার সভাপতি রবীন্দ্রনাথ টিকাদার।

বক্তারা বলেন, পূজা উদযাপন পরিষদ একটি অরাজনৈতিক সংগঠন, যা হিন্দু সম্প্রদায়ের অধিকার আদায়ে কাজ করছে। তারা জানান, আগামীতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। শারদীয় দুর্গোৎসবকে শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করতে মন্দিরপাড়ায় নেতাকর্মীদের সক্রিয় থাকার আহ্বান জানানো হয়। একই সঙ্গে পূজাকালীন সময়ে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করা হয়।

বক্তারা আরও বলেন, দুর্গাপূজা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকার ও জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। অনুষ্ঠানের শুরুতে পূজা উদযাপন পরিষদের প্রয়াত সদস্যদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow