বিরামপুরে ছাত্রদল নেতার বিরুদ্ধে কলেজছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

দিনাজপুরের বিরামপুরে এক কলেজছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ (৩৫)–এর বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার (২৩ জুলাই) রাতে ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে বিরামপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত আব্দুল্লাহ হাবিবপুর বাজার এলাকার বাসিন্দা এবং বাদশা মিয়ার ছেলে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, মঙ্গলবার সকালে কলেজে যাওয়ার পথে পৌর শহরের ব্রিজসংলগ্ন এলাকায় পৌঁছালে অভিযুক্ত আব্দুল্লাহ ওই ছাত্রীর পথরোধ করেন। এরপর তার ব্যাগ ধরে টান মারেন ও হাত জোরে চেপে ধরেন। একপর্যায়ে জোরপূর্বক জড়িয়ে ধরে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন। ছাত্রীটির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়। পরে ছাত্রীটি বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়।
বিষয়টি নিশ্চিত করে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, “মামলার পর থেকেই পুলিশ অভিযুক্তকে ধরতে অভিযান চালাচ্ছে। তাকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”
এ বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান বাবু বলেন, “যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা হওয়ায় আমরা হতাশ ও লজ্জিত। এটি দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। বিষয়টি কেন্দ্রীয় নেতৃবৃন্দকে জানানো হবে, এবং কেন্দ্র থেকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কলেজছাত্রী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
What's Your Reaction?






