পিরোজপুরে সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Dec 16, 2025 - 00:46
 0  3
পিরোজপুরে সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব

পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকালে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহায়তায় এবং রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)-এর বাস্তবায়নে সমৃদ্ধি কর্মসূচির আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিকের ডিভিশনাল ম্যানেজার মো. নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ কল্যাণ কর্মসূচির আঞ্চলিক সমন্বয়কারী মো. ফারুক হোসেন, জোনাল ম্যানেজার মো. আফতারুজ্জামান, প্রবীণ সভাপতি মো. গোলাম মোস্তফা এবং পূর্ব দুর্গাপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান পিয়াস।

প্রধান অতিথি পায়রা অবমুক্ত করার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এতে সমৃদ্ধি কর্মসূচির বৈকালিক শিক্ষা সহায়তা কার্যক্রমের শিক্ষার্থী, কিশোর ক্লাব ও যুবক ক্লাবের সদস্যবৃন্দ এবং প্রবীণ কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।

দিনব্যাপী আয়োজনে দৌড়, দড়ি লাফ, চেয়ার সিটিং, ফসল তোলা, পাঞ্জা লড়াইসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি আবৃত্তি, গান, চিত্রাঙ্কন ও সাধারণ জ্ঞানসহ প্রায় ৪০টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণী পর্বে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এর মধ্য দিয়ে দিনব্যাপী এই আয়োজনের সফল সমাপ্তি ঘোষণা করা হয়।

উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে সমৃদ্ধি কর্মসূচির আওতায় আয়োজিত এ প্রতিযোগিতায় মোট ১ হাজার ২০০ জন অংশগ্রহণ করেন। এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে ৪৫০ জন প্রতিযোগীকে বিজয়ী হিসেবে পুরস্কৃত করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow