ফুলবাড়িয়ায় স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে কারচুপির অভিযোগ
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বৈদ্যবাড়ী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে কারচুপির অভিযোগ উঠেছে। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে এলাকাবাসীর পক্ষে লিটন মিয়া উপজেলা নির্বাহী অফিসার ও মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ দেন।
লিটন মিয়ার অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক একজন আওয়ামী লীগের দোসর। তিনি কোন প্রচারণা ছাড়াই গোপনে আওয়ামী লীগের পরিচিত দোসরদের মাধ্যমে কমিটি গঠন করেছেন। তিনি দাবি করেন, “আমরা পুনরায় নির্বাচনের তফসিল ঘোষণা করে সুষ্ঠু নির্বাচন চাই।”
এ বিষয়ে উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহসিনা বেগম বলেন, “এখনো নির্বাচনের কমিটি চূড়ান্ত হয়নি। যদি কোনো ধরনের অনিয়ম বা প্রচারণা ছাড়া কমিটি গঠন করা হয়, আমরা তা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেব। আগামীকাল বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে গিয়ে বিষয়টি পর্যালোচনা করব।”
ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম অভিযোগ পাওয়ার পর বলেন, “মাধ্যমিক শিক্ষা অফিসারকে বিষয়টি দেখার এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”
What's Your Reaction?
মোঃ শফিকুল ইসলাম, ফুলবাড়িয়া প্রতিনিধি, ময়মনসিংহঃ