সালথায় জামায়াতে ইসলামী’র উদ্যোগে প্রধান সড়ক সংস্কার, সুগম হলো জনগণের চলাচল

জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
Oct 29, 2025 - 17:21
 0  8
সালথায় জামায়াতে ইসলামী’র উদ্যোগে প্রধান সড়ক সংস্কার, সুগম হলো জনগণের চলাচল

ফরিদপুরের সালথায় স্থানীয় জনগণের চলাচলের গুরুত্বপূর্ণ একটি সড়ক মেরামত করেছে জামায়াতে ইসলামী। ইসলামী মনোনীত ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের এমপি প্রার্থী মাওলানা সোহরাব হোসেনের উদ্যোগে মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে এ সড়ক সংস্কার কাজ সম্পন্ন হয়।

জানা গেছে, সালথা উপজেলা বাজার থেকে মাঝারদিয়া হয়ে নগরকান্দা পর্যন্ত যাতায়াতের এই পাকা সড়কটি স্থানীয়দের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন লক্ষাধিক মানুষ এই সড়ক দিয়ে চলাচল করে। প্রায় ছয় মাস আগে উপজেলার হরিনা গ্রাম এলাকায় সড়কের একটি অংশ ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়, যা চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটায়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের কেউ বিষয়টি গুরুত্ব দেননি। এবছরের অতিবৃষ্টিতে সড়কটি আরও ক্ষতিগ্রস্ত হয়ে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক, রোগী ও পথচারীরা চরম দুর্ভোগে পড়েন।

এ অবস্থায় স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে সালথা উপজেলা জামায়াত নেতা ওয়ালিউজ্জামানের নেতৃত্বে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং সড়কটি মেরামতের উদ্যোগ নেয়। পরবর্তীতে উপজেলা জামায়াতে ইসলামী’র শ্রম ও অর্থায়নে সড়কের ভাঙা অংশ সংস্কার করে চলাচলযোগ্য করে তোলা হয়।

স্থানীয়রা জানান, আমরা অনেকবার জনপ্রতিনিধিদের জানিয়েছি, কিন্তু কেউ আসেননি। জামায়াতের ভাইয়েরা নিজেরাই এসে কাজটা করে দিলেন—এর জন্য আমরা কৃতজ্ঞ।

উপজেলা জামায়াত নেতা ওয়ালিউজ্জামান বলেন, উপজেলা প্রশাসনকে বিষয়টি জানালে সাব-সহকারী প্রকৌশলী জানান এলজিইডিতে কোনো বরাদ্দ নেই। তবে কিছু মহিলা শ্রমিক দিয়ে সহযোগিতার আশ্বাস দেন।

উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ বলেন, মাঝারদিয়া ইউনিয়ন জামায়াত সভাপতি ওয়ালিউজ্জামান বিষয়টি জানানোর পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করি এবং জনগণের দুর্ভোগের কথা বিবেচনা করে সড়কটি মেরামতের সিদ্ধান্ত নিই। আমাদের এই উদ্যোগ সম্পূর্ণ মানবিক দায়িত্ববোধ থেকে।

এলাকাবাসী জামায়াতে ইসলামী’র এ উদ্যোগের প্রশংসা করেছেন। তাদের মতে, রাজনৈতিক ভেদাভেদ ভুলে সামাজিক উদ্যোগে সবাই এগিয়ে এলে সাধারণ মানুষই সবচেয়ে বেশি উপকৃত হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow