আলফাডাঙ্গার ১০ প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল শিক্ষার নব দিগন্ত: শিক্ষার্থীদের হাতে অত্যাধুনিক প্রিন্টার

কবির হোসেন, আলফাডাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
Sep 17, 2025 - 18:07
 0  9
আলফাডাঙ্গার ১০ প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল শিক্ষার নব দিগন্ত: শিক্ষার্থীদের হাতে অত্যাধুনিক প্রিন্টার

ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এবার ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিতরণ করা হয়েছে অত্যাধুনিক প্রিন্টার। এর মাধ্যমে শিক্ষার্থীরা প্রযুক্তিনির্ভর শিক্ষার সাথে পরিচিত হওয়ার সুযোগ পাবে এবং শিক্ষকদের শিক্ষাদান পদ্ধতি আরও সহজ ও কার্যকর হবে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই আইটি উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো: সোহরাব হোসেন। ইউএনও রাসেল ইকবাল এতে সভাপতিত্ব করেন। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এক এম রাহানুর রহমান এবং বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম।

প্রধান অতিথি মো: সোহরাব হোসেন তাঁর বক্তব্যে শিক্ষার মানোন্নয়নে প্রযুক্তির গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, "আগামী দিনের ভবিষ্যৎ আমাদের আজকের শিশুরা। তাদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। প্রযুক্তির সঠিক ব্যবহার শিক্ষার মান উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন এনেছে।" তিনি আরও বলেন, এই ডিজিটাল উপকরণগুলো শিক্ষার্থীদের সৃজনশীলতা এবং শিক্ষকদের প্রচেষ্টাকে এক নতুন মাত্রা দেবে।

সভাপতির বক্তব্যে ইউএনও রাসেল ইকবাল বলেন, "সরকার শিক্ষার মান বাড়াতে নিরলস কাজ করছে। প্রতিটি বিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ করাই আমাদের লক্ষ্য। তবে শুধু যন্ত্র দিলেই হবে না, এর সঠিক ব্যবহার নিশ্চিত করা জরুরি।" তিনি আশা প্রকাশ করেন, এই উপকরণগুলো আলফাডাঙ্গার শিক্ষাব্যবস্থাকে আরও উন্নত করবে।

উপস্থিত শিক্ষকরা এই উদ্যোগকে স্বাগত জানান। চরখোলাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর খান বলেন, "এই প্রিন্টারগুলো আমাদের সময় বাঁচাবে এবং ক্লাস পরিচালনায় অনেক সহায়তা করবে।" আলফাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জেসমিন আরা সুলতানা বলেন, "আমরা এখন শিক্ষার্থীদের জন্য রঙিন চিত্রসহ বিভিন্ন হাতে-কলমে শেখার উপকরণ তৈরি করতে পারব, যা তাদের পড়াশোনায় আগ্রহ বাড়াতে সাহায্য করবে।"

যে ১০টি বিদ্যালয় ডিজিটাল শিক্ষার উপকরণ পেলো:
শিরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, উথলী সরকারি প্রাথমিক বিদ্যালয়,চরখোলাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,পাকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,উত্তর চরনারানদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,বেজিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়,জাটিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়,গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,শুকুরহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আলফাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এই উদ্যোগটি আলফাডাঙ্গার প্রাথমিক শিক্ষাকে এক ধাপ এগিয়ে নিয়ে গেল এবং ডিজিটাল শিক্ষার প্রসারে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল। আশা করা যায়, ভবিষ্যতে আরও অনেক বিদ্যালয় এই ধরনের সুবিধা পাবে এবং শিক্ষার্থীরা প্রযুক্তির সহায়তায় নিজেদের বিকশিত করার সুযোগ পাবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow