ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ রেলক্রসিং বন্ধে উত্তেজনা, এলাকাবাসীর ট্রেন অবরোধ

মাহমুদুল হাসান, ভ্রাম্যমান প্রতিনিধিঃ
Sep 17, 2025 - 18:26
 0  4
ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ রেলক্রসিং বন্ধে উত্তেজনা, এলাকাবাসীর ট্রেন অবরোধ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি অবৈধ লেভেল ক্রসিং বন্ধ করতে গিয়ে এলাকাবাসীর তীব্র তোপের মুখে পড়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। সম্প্রতি এই ক্রসিংয়েই ট্রেনের ধাক্কায় এক নারী যাত্রী ও এক অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু হয়। এর জের ধরে কর্তৃপক্ষ ক্রসিংটি বন্ধের পদক্ষেপ নিলে স্থানীয় বাসিন্দারা পথ খোলা রাখার দাবিতে দুটি ট্রেন আটকে দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের দীঘিরজান এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রগুলো জানায়, গত ১৫ সেপ্টেম্বর দীঘিরজান এলাকার সন্নিকটে গিরিশনগরে চট্টগ্রাম থেকে জামালপুরগামী ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেনের সাথে একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। প্রবল বৃষ্টির কারণে চালক ট্রেনটি দেখতে না পাওয়ায় এই দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। এতে অটোরিকশার যাত্রী পপি আক্তার (২৩) এবং চালক সাদিক মিয়া (৩৭) ঘটনাস্থলেই নিহত হন। নিহত দুজনের বাড়িই পার্শ্ববর্তী কসবা উপজেলায়।

এই প্রাণহানির পর, অবৈধ ও অরক্ষিত লেভেল ক্রসিংটি বন্ধ করার জন্য বুধবার সকালে রেলওয়ের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। কিন্তু এলাকাবাসী এই পদক্ষেপে বাধা দেয়। তাদের দাবি, এই পথটি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের চলাচলের জন্য ব্যবহৃত হয়ে আসছে এবং এটি বন্ধ করে দিলে তাদের চরম দুর্ভোগ পোহাতে হবে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সকাল পৌনে ১১টার দিকে বিক্ষুব্ধ জনতা চট্টগ্রামগামী ‘মহানগর প্রভাতী’ এবং ঢাকাগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেন দুটি আটকে দেয়। প্রায় ১৫ মিনিট ধরে ট্রেন দুটি আটকে থাকায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তারা এলাকাবাসীকে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে প্রায় ১৫ মিনিট পর অবরোধ তুলে নেওয়া হয় এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান, "দীঘিরজানের লেভেল ক্রসিংটি অবৈধ হওয়ায় রেলওয়ে কর্তৃপক্ষ এটি বন্ধ করতে গিয়েছিল। কিন্তু স্থানীয়দের বাধার মুখে সাময়িক উত্তেজনা তৈরি হয় এবং দুটি ট্রেন কিছুক্ষণের জন্য আটকা পড়ে। এলাকাবাসীর সঙ্গে আলোচনা করে বিষয়টির স্থায়ী সমাধানের চেষ্টা চলছে।"

এলাকাবাসীর পক্ষে জানানো হয়, কোনো বিকল্প পথের ব্যবস্থা না করে হঠাৎ করে ক্রসিংটি বন্ধ করে দেওয়া হলে তাদের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হবে। তাই তারা এর স্থায়ী ও নিরাপদ সমাধান চান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow