নাসিরনগরে বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবস পালিত

জান্নাত আক্তার, সদর উপজেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়াঃ
Jul 28, 2025 - 23:31
 0  2
নাসিরনগরে বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবস পালিত

বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবস উপলক্ষে নতুন প্রজন্ম উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার (২৮ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলো চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরীন।

ইসিসিডি’র কর্মকর্তা আবু হুচ্ছাম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এবারের প্রতিপাদ্য “একটি গল্প, একটি শিক্ষা—সচেতন হই, শিশুকে পানিতে ডোবার হাত থেকে বাঁচাই” বিষয়ক গুরুত্ব তুলে ধরা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ মকবুল হোসেন।

চাইল্ড কেয়ার সুপারভাইজার তুষার মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সুইমিং সুপারভাইজার জাহাঙ্গীর হাসান, চাইল্ড কেয়ার সুপারভাইজার সুবল বিশ্বাস, সাবিনা আক্তার, সামিরা বেগম, দুর্জয় সিংহ, সুলতান মাহমুদ সিজার ও বাবুল মিয়া। এছাড়া সভায় ৩৬ জন স্থানীয় সাঁতার প্রশিক্ষক অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শাহীনা নাছরীন বলেন, “পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধযোগ্য একটি ট্র্যাজেডি। এটি রোধে পরিবারের সদস্য ও স্থানীয়দের সচেতনতা বাড়াতে হবে। এই দিবসটি পালনের মাধ্যমে আমরা নতুন করে প্রতিজ্ঞাবদ্ধ হই—একটি শিশুও যেন পানিতে ডুবে না যায়, সেই লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করতে হবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow