আক্কেলপুরে সাবেক ছাত্রনেতা আব্বাস আলীর গণসংযোগ ও লিফলেট বিতরণ
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর বাজারে জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সদস্য ও উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরামের সাংগঠনিক সম্পাদক, জয়পুরহাট-২ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী মো. আব্বাস আলীর নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে গোপীনাথপুর বাজারে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি গণসংযোগ শেষে এক পথসভায় বক্তব্য রাখেন। এসময় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে ‘গণভোটকে না বলুন’ স্লোগানে জনমত গঠনের আহ্বান জানান।
বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ঐক্যের ডাক নিয়ে জয়পুরহাট-২ আসনের তিন মনোনয়নপ্রত্যাশী—ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মো. আব্বাস আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদুর রহমান মাসুদ এবং সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা ফজলে কাদের সোহেল—গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। তারা উপজেলার বিভিন্ন বাজার ও মোড়ে মোড়ে বিএনপির ঘোষিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নে প্রচারণা চালান এবং গণভোটের প্রস্তাব প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল ও তাৎক্ষণিক সমাবেশ করেন।
পথসভায় বক্তব্য দিতে গিয়ে সাবেক ছাত্রনেতা মো. আব্বাস আলী বলেন, “আমরা দীর্ঘ লড়াই-সংগ্রাম, মামলা-হামলা ও নির্যাতন সয়ে গণমানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করেছি। এখন দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে। অথচ পরাজিত ফ্যাসিবাদী শক্তির ইন্ধনে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে। ক্ষমতার লোভে পড়ে ‘হ্যাঁ ভোটের’ নামে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে। জনগণকে সঙ্গে নিয়ে আমরা এই ষড়যন্ত্র ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।”
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা মাসুদুর রহমান মাসুদ বলেন, “আমরা জেল-জুলুম, নির্যাতন ও নিপীড়ন সহ্য করে বিএনপির রাজনীতি করেছি। আমার ভাই আব্বাস আলী বহুবার মৃত্যুর মুখোমুখি হয়েও জনগণের অধিকার আদায়ে রাজপথে থেকেছেন। বিএনপি যাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেবে, আমরা ঐক্যবদ্ধভাবে তাকেই বিজয়ী করে ঘরে ফিরব।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ফখরুজ্জামান চৌধুরী রুমি, জয়পুরহাট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা মস্ত, মামুদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক বাইজিদ মণ্ডল, জেলা জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সাহাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা রায়হান আলী, আবু কাহার, ফজলুর রহমান, আব্দুর রহিমসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
What's Your Reaction?
আতিউর রাব্বি তিয়াস, আক্কেলপুর প্রতিনিধি, জয়পুরহাটঃ