রাজবাড়ীতে অভিভাবকদের চাপে দেড় ঘণ্টা দেরিতে শুরু প্রাথমিক শিক্ষার্থীদের পরীক্ষা
রাজবাড়ী সরকারি টাউন মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুইটি শাখায় নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা দেরিতে শুরু হয়েছে প্রাথমিক সমাপনী পরীক্ষা। সোমবার (১ ডিসেম্বর) সকাল থেকে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উত্তেজনার জেরে পরীক্ষার কার্যক্রম বাধাগ্রস্ত হয়।
সকালেই শিক্ষার্থীরা অভিভাবকদের সঙ্গে কেন্দ্রের সামনে উপস্থিত হলে শিক্ষকরা পরীক্ষা নিতে অস্বীকৃতি জানান। এ সময় শিক্ষক ও অভিভাবকদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে বিদ্যালয়ের দ্বিতীয় শাখায় হাতাহাতির ঘটনাও ঘটে। এতে ছোট শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে উপস্থিত হন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং জেলা প্রশাসক সুলতানা আক্তার। তাঁদের মধ্যস্থতায় সকাল সাড়ে ১১টার দিকে পরীক্ষা শুরু করা সম্ভব হয়। জেলা প্রশাসক জানান, যারা পরীক্ষায় অনুপস্থিত থাকবে পরে তাঁদের পরীক্ষা নেওয়া হবে।
এদিকে শিক্ষকরা পরীক্ষার দায়িত্ব পালন না করে কর্মবিরতি পালনসহ কিছু উৎসাহদাতাকে চিহ্নিত করার দাবি ওঠে। জেলা প্রশাসক বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
জেলা প্রশাসনের তথ্যমতে, রাজবাড়ীর পাঁচটি উপজেলায় মোট ৪৮২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হচ্ছে। বিচ্ছিন্ন কিছু বিদ্যালয়ে সমস্যা দেখা দিলেও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
What's Your Reaction?
আজমল হোসেন, বালিয়াকান্দি প্রতিনিধি, রাজবাড়ীঃ