কাপ্তাইয়ে প্রাণিসম্পদ সপ্তাহে কেআরসি হাই স্কুলে শিক্ষার্থীদের মাঝে ‘সিদ্ধ ডিম’ বিতরণ

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
Dec 1, 2025 - 18:09
 0  11
কাপ্তাইয়ে প্রাণিসম্পদ সপ্তাহে কেআরসি হাই স্কুলে শিক্ষার্থীদের মাঝে ‘সিদ্ধ ডিম’ বিতরণ

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫ উপলক্ষে কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে স্কুল ফিডিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ ডিসেম্বর) দুপুর ১টায় কাপ্তাইয়ের চন্দ্রঘোনা কেআরসি উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এ কর্মসূচির সঞ্চালনা করেন উপসহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা বিশ্ব মিত্র। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ড. এনামুল হক হাজারী।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কেআরসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর নাহার বেগম। তিনি বলেন, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশীয় জাত সংরক্ষণ এবং আধুনিক প্রযুক্তির সমন্বয় শিক্ষার্থীদের পুষ্টির ঘাটতি পূরণে বড় ভূমিকা রাখবে। তিনি আরও জানান, স্কুল ফিডিং কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ডিম, কলা ও অন্যান্য প্রাণিজ আমিষজাত খাদ্য বিতরণ করা হচ্ছে, যা শিশুদের পুষ্টি ও সুস্থ বিকাশে সহায়তা করবে।

সভাপতির বক্তব্যে ড. এনামুল হক হাজারী বলেন, সারা দেশে প্রাণিসম্পদ খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ছে। জাত উন্নয়ন, কৃত্রিম প্রজনন, রোগ প্রতিরোধ ও পুষ্টি ব্যবস্থাপনায় দপ্তর নিয়মিত কাজ করছে। অর্থনৈতিক উন্নয়ন এবং শিশুদের পুষ্টি নিশ্চিত করতে উন্নত জাতের প্রাণিসম্পদ ও প্রাণিজ খাদ্যের গুরুত্ব তুলে ধরেন তিনি। তাঁর ভাষায়, “শিশুদের সুস্বাস্থ্য ও মেধার বিকাশে প্রোটিন ও ক্যালসিয়ামের বিকল্প নেই। স্কুল ফিডিং কর্মসূচির মাধ্যমে আমরা সেই পুষ্টির বার্তাটি আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে চাই।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপসহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা মনোরঞ্জন তঞ্চঙ্গ্যা ও উপসহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা (কৃত্রিম প্রজনন) চিংহ্লাউ মারমা। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow