আড়াই মাস পর জলে ভেসে উঠল রাঙামাটির প্রতীক ঝুলন্ত সেতু
প্রায় আড়াই মাস পানির নিচে ডুবে থাকার পর অবশেষে ভেসে উঠেছে রাঙামাটির প্রতীক ‘ঝুলন্ত সেতু’। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে সেতুর পাটাতনের ওপর থেকে পুরোপুরি পানি নেমে যায়। তবে এখনো কাপ্তাই হ্রদের পানি সেতুর পাটাতনের নিচে ছুঁইছুঁই করছে।
শুক্রবার সকালে সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, সেতুর ওপর থেকে সম্পূর্ণ পানি সরে যাওয়ার পর সংস্কারকাজ শুরু হয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্নতা শেষে সেতুর বিভিন্ন অংশে রঙ করা হচ্ছে। পর্যটকদের নিরাপত্তা ও সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে এই সংস্কার কার্যক্রম চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, চলতি বছরের ১০ জুনের দিকে কাপ্তাই হ্রদের পানিতে ডুবে যায় ঝুলন্ত সেতুটি। তখন পর্যটকদের জন্য সেতুতে চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এখন পানি কমে যাওয়ায় আবারও সেতুটি পর্যটকদের জন্য উন্মুক্ত করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সংস্কারকাজ শেষে শিগগিরই ঝুলন্ত সেতুটি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে। পাশাপাশি, সেতুতে প্রবেশের টিকিটের মূল্য ২০ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করার পরিকল্পনা করছে বাংলাদেশ পর্যটন করপোরেশন।
রাঙামাটির এই বিখ্যাত ঝুলন্ত সেতুটি শুধু পর্যটন আকর্ষণই নয়, জেলার ঐতিহ্যেরও প্রতীক হিসেবে পরিচিত। প্রতি বছর হাজারো দেশি-বিদেশি পর্যটক এই সেতু দেখতে ভিড় জমায় কাপ্তাই হ্রদের তীরে।
What's Your Reaction?
রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ