ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে পাড়ি জমালেন অধ্যক্ষ বেলাল চৌধুরীর

রাঙ্গামাটির কাপ্তাইয়ের শিক্ষাঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। কাপ্তাই কর্ণফুলী সরকারি কলেজের স্বনামধন্য অধ্যক্ষ ও বিশিষ্ট শিক্ষাবিদ এইচ এম বেলাল চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের বেসরকারি ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের উপাধ্যক্ষ সিরাজ উদ্দিন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। এই বরেণ্য শিক্ষাবিদ তাঁর পেছনে রেখে গেছেন মা, স্ত্রী, এক পুত্র, দুই কন্যাসহ অসংখ্য শিক্ষার্থী, সহকর্মী ও গুণগ্রাহী। তাঁর মৃত্যুতে শুধু কলেজ অঙ্গনই নয়, পুরো কাপ্তাই উপজেলায় এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।
মরহুমের পরিবারের সদস্যরা জানান, শুক্রবার বাদ মাগরিব কাপ্তাই উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাঁর মরদেহ গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার রাঙ্গামাটিয়ায় নিয়ে যাওয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
অধ্যক্ষ বেলাল চৌধুরীর মৃত্যুতে পুরো কাপ্তাই উপজেলায় শোকের আবহ বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কাপ্তাই উপজেলা সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এইচ এম বেলাল চৌধুরী ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও দক্ষ প্রশাসক। তাঁর মৃত্যুতে কাপ্তাইয়ের শিক্ষাক্ষেত্রে যে ক্ষতি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়।
What's Your Reaction?






