সাভার অ্যাম্বুলেন্স কল্যাণ সমিতির নতুন কমিটি অনুমোদন, সেবার মানোন্নয়নের প্রত্যাশা

মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
Aug 23, 2025 - 08:58
 0  4
সাভার অ্যাম্বুলেন্স কল্যাণ সমিতির নতুন কমিটি অনুমোদন, সেবার মানোন্নয়নের প্রত্যাশা

সাভার উপজেলার অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা ফিরিয়ে আনা, স্বচ্ছতা নিশ্চিত করা এবং মানবিক সেবার মানোন্নয়নের দৃঢ় প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করলো ‘সাভার উপজেলা অ্যাম্বুলেন্স কল্যাণ সমিতি’র নবনির্বাচিত কমিটি। বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটি সম্প্রতি এই নতুন কমিটির অনুমোদন দিলে সাভারের অ্যাম্বুলেন্স মালিক ও চালকদের মাঝে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এই কমিটির মাধ্যমে সাভারের সাধারণ মানুষের জন্য জরুরি অ্যাম্বুলেন্স সেবা আরও সহজলভ্য ও নির্ভরযোগ্য হবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

এই নবগঠিত কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন মোঃ আতিকুল ইসলাম সুমন এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। তাদের সঙ্গে কমিটিতে সহ-সভাপতি হিসেবে শ্রী দীপঙ্কর কুমার দীপু, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ মোফাজ্জল হোসেন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে সাজ্জাদ হোসেনকে নির্বাচিত করা হয়েছে। এছাড়াও কোষাধ্যক্ষ হিসেবে মোঃ তুহিন শিকদার, প্রচার সম্পাদক মোঃ জহিরুল ইসলাম (জহির) এবং কার্যকরী সদস্য হিসেবে মোঃ আব্দুর রহমান ও মোঃ খোরশেদ মিয়া কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন।

কমিটির অনুমোদন পাওয়ার পর নতুন সভাপতি মোঃ আতিকুল ইসলাম সুমন বলেন, "আমরা সকল মালিক ও চালককে সাথে নিয়ে একটি পরিবার হিসেবে কাজ করতে চাই। আমাদের মূল লক্ষ্য সাভারের সাধারণ মানুষের বিপদের মুহূর্তে তাদের পাশে দাঁড়ানো এবং একটি সমন্বিত ও মানবিক অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করা। প্রশাসন ও জনগণের সহযোগিতায় আমরা এই খাত থেকে সকল প্রকার অনিয়ম দূর করতে বদ্ধপরিকর।" সাধারণ সম্পাদক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান যোগ করেন, "এই কমিটি শুধু মালিকদের স্বার্থই দেখবে না, বরং চালকদের পেশাগত মানোন্নয়ন এবং রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতেও কাজ করবে।"

দীর্ঘদিন ধরে একটি সুসংগঠিত কমিটির প্রয়োজনীয়তা অনুভব করছিলেন স্থানীয় অ্যাম্বুলেন্স মালিক ও চালকগণ, এবং এই নতুন কমিটি নিয়ে তারা অত্যন্ত উচ্ছ্বসিত। একজন অ্যাম্বুলেন্স চালক বলেন, "নতুন এই কমিটি আমাদের দীর্ঘদিনের দাবিগুলো পূরণ করবে এবং আমাদের ন্যায্য অধিকার রক্ষা ও পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।"

সংগঠনের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ নতুন কমিটিকে তাদের দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় সাভারের অ্যাম্বুলেন্স সেবা একটি নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। জনগণের প্রত্যাশা, এই নতুন নেতৃত্ব তাদের ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে একটি দৃষ্টান্ত স্থাপন করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow