সাভারে পেশাজীবী ও ওলামাদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
Aug 8, 2025 - 19:26
 0  4
সাভারে পেশাজীবী ও ওলামাদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে ঢাকার সাভারে পেশাজীবী ও ওলামাদের অংশগ্রহণে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি শুক্রবার সকালে সাভার পৌরসভার একটি অডিটোরিয়ামে জামায়াতে ইসলামী ঢাকা জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা কর্মপরিষদ সদস্য ও পেশাজীবী থানার আমীর আসাদুজ্জামান জীম। প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মো. শহিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট শহিদুল ইসলাম বলেন, স্বৈরাচার পতনের মধ্য দিয়ে দেশের সামনে ইসলামের বিজয়ের পথ উন্মুক্ত হয়েছে। এ পথ সুগম করতে সাধারণ জনগণের পাশাপাশি পেশাজীবী ও ওলামাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলতে হবে, শিক্ষিত সমাজে সচেতনতা সৃষ্টি করতে হবে এবং অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে গণপ্রতিরোধ ও জনসচেতনতা কর্মসূচি চালিয়ে যেতে হবে। তরুণ প্রজন্মের মাঝে আদর্শিক চেতনা জাগ্রত করে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানান তিনি।

সভায় সভাপতির বক্তব্যে আসাদুজ্জামান জীম বলেন, জুলাই গণঅভ্যুত্থান শুধুমাত্র একদিনের ঘটনা নয়, এটি দীর্ঘকালীন নির্যাতন ও শোষণের বিরুদ্ধে সর্বস্তরের জনগণের সংগ্রামের ফল। তিনি ১৬ বছরের স্বৈরাচারী শাসনের জুলুম, হত্যা, গুম, দখল, চাঁদাবাজী, আলেম-ওলামাদের ওপর নির্যাতনের কথা তুলে ধরে, এসবের প্রতিবাদে এই গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে উল্লেখ করেন। এছাড়া আগামী জাতীয় নির্বাচনের জন্য আনুপাতিক পদ্ধতি ও ন্যায্য নির্বাচন মাঠ গড়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ইমদাদুল হক, পেশাজীবী থানার সেক্রেটারি এডভোকেট রাশেদ কামাল, ওলামা বিভাগের পৌর শাখার সভাপতি সাইফুল ইসলাম রফিক, মহানগরী উত্তরের দারুস সালাম থানার শুরা সদস্য ডা. রেজাউল করিম প্রমুখ।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন মাওলানা ড. খলিলুর রহমান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow