আখাউড়ায় ১৫৪ লিটার চোলাই মদসহ চারজন গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বৃহস্পতিবার গভীর রাতে যৌথবাহিনীর অভিযানে ১৫৪ লিটার চোলাই মদসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আখাউড়া পৌর এলাকার রেলওয়ে সুইপার কলোনীতে এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ ইব্রাহিম (৩০), রাজন হরিজন (৬৫), সাগর হরিজন (৪০) ও সীমান্ত হরিজন (২৯)। এদের মধ্যে মোঃ ইব্রাহিম আখাউড়া পৌর এলাকার বড় বাজার এলাকার বাসিন্দা এবং বাকিরা সুইপার কলোনীতেই বসবাস করেন।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আখাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ছমিউদ্দিন জানান, চোলাই মদ তৈরির গোপন খবর পেয়ে সেখানে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালায় এবং মদসহ চারজনকে আটক করে। তাদের শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।
What's Your Reaction?






