মহম্মদপুরে মানব সেবায় পল্লী চিকিৎসকদের অবদান নিয়ে আলোচনা সভা ও সম্মেলন

বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ
Aug 8, 2025 - 19:21
 0  3
মহম্মদপুরে মানব সেবায় পল্লী চিকিৎসকদের অবদান নিয়ে আলোচনা সভা ও সম্মেলন

মানব সেবায় পল্লী চিকিৎসকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মাগুরার মহম্মদপুরে। বাংলাদেশ পল্লী চিকিৎসা কল্যাণ সমিতি মহম্মদপুরের আয়োজনে শুক্রবার (৮ আগস্ট) সকালে উপজেলার রাজাপুর মাদ্রাসা প্রাঙ্গণে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ও কৃষিবিদ গ্রুপ শিল্প পরিবারের ব্যবস্থাপনা পরিচালক ড. আলী আফজাল। বাংলাদেশ পল্লী চিকিৎসা কল্যাণ সমিতি মাগুরা জেলা শাখার আহ্বায়ক মো. রাজিবুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সমিতির খুলনা বিভাগীয় সমন্বয়ক মো. জিল্লুর রহমান সিদ্দিকী, খুলনা বিভাগীয় সহ-সমন্বয়ক মো. সেলিম, মাগুরা রিপোর্টার্স ইউনিটের সভাপতি মো. ইউনুস আলীসহ আরও অনেকে।

সভায় বক্তারা বলেন, দেশের গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থায় পল্লী চিকিৎসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক চিকিৎসা সেবায় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।

সম্মেলনের শেষ পর্যায়ে প্রধান অতিথি ড. আলী আফজাল অংশগ্রহণকারী পল্লী চিকিৎসকদের মধ্যে সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow