আত্রাইয়ে চলাচলের অযোগ্য রাস্তা: বাধ্য হয়ে গ্রামবাসীর নিজস্ব অর্থায়নে সংস্কার

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Aug 8, 2025 - 19:18
 0  44
আত্রাইয়ে চলাচলের অযোগ্য রাস্তা: বাধ্য হয়ে গ্রামবাসীর নিজস্ব অর্থায়নে সংস্কার

নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা ইউনিয়নের জাতোপাড়া গ্রামে চলাচলের অযোগ্য কাঁচা রাস্তা বাধ্য হয়ে নিজস্ব অর্থায়নে সংস্কার করেছেন গ্রামবাসী। কয়েক দিনের টানা বর্ষণে রাস্তা কাদায় পরিপূর্ণ হয়ে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় চরম দুর্ভোগে পড়েছিলেন এলাকাবাসী। অবশেষে সরকারি উদ্যোগের অপেক্ষায় না থেকে তারা নিজেরাই সংস্কারকাজে নেমে পড়েন।

গ্রামটি আত্রাই নদীর তীরে অবস্থিত। এখানে সহস্রাধিক মানুষের বসবাস এবং একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। দীর্ঘদিন ধরে উন্নয়ন কর্মকাণ্ড থেকে বঞ্চিত এ গ্রামে এক ইঞ্চিও পাকা রাস্তা নেই। নদীর তীরবর্তী হওয়ায় বর্ষা মৌসুমে কাঁচা রাস্তা কাদায় ডুবে অচল হয়ে পড়ে। ফলে গবাদি পশু চরানো, রোগীকে চিকিৎসাকেন্দ্রে নেওয়া, এমনকি শিশু শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়া—সব কিছুই কঠিন হয়ে পড়ে।

এলাকাবাসীর অভিযোগ, বহুবার জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের কাছে আবেদন জানালেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এতে হতাশ হয়ে গ্রামবাসী নিজেদের অর্থ ও শ্রম দিয়ে সংস্কারকাজ শুরু করেন।

জাতোপাড়া গ্রামের বাসিন্দা ও শাহাগোলা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বলেন, “দীর্ঘদিন আমরা যোগাযোগ সুবিধা থেকে বঞ্চিত। বর্ষা এলেই রাস্তা কাদা-পানিতে অচল হয়ে যায়। বাধ্য হয়েই আমরা নিজেরাই কাজ শুরু করেছি।”

এ বিষয়ে শাহাগোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মামুনুর রশিদ বলেন, “ওই রাস্তায় একটি প্রকল্প অনুমোদিত আছে। তবে অবিরাম বৃষ্টির কারণে মালামাল পৌঁছানো সম্ভব হচ্ছে না, তাই কাজ বিলম্বিত হচ্ছে। গ্রামবাসী যে উদ্যোগ নিয়েছেন, তা প্রশংসার যোগ্য। তাদের আমি সাধুবাদ জানাই।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow