নওগাঁর আত্রাইয়ে সেলসম্যানকে ছুরিকাঘাতে লক্ষাধিক টাকা ছিনতাই

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Sep 15, 2025 - 15:50
 0  3
নওগাঁর আত্রাইয়ে সেলসম্যানকে ছুরিকাঘাতে লক্ষাধিক টাকা ছিনতাই

নওগাঁর আত্রাই উপজেলায় দিনের বেলায় এক সেলসম্যানকে ছুরিকাঘাত করে দেড় লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গত রবিবার, ১৪ই সেপ্টেম্বর, বিকেল আনুমানিক ৩টার দিকে উপজেলার সাহাগোলা থেকে ঝিনা যাওয়ার পথে এই ঘটনা ঘটে।

আহত সেলসম্যানের নাম ইমন (২৫)। তিনি বগুড়ার সান্তাহার এলাকার পৌওতা টিকরি গ্রামের মোঃ আব্দুল মান্নানের পুত্র এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির একজন সেলসম্যান হিসেবে কর্মরত।

স্থানীয় সূত্রে জানা যায়, ইমন কোম্পানির কাজে সাহাগোলা স্টেশন থেকে ঝিনাতের দিকে যাচ্ছিলেন। পথে একটি লাল রঙের টিভিএস মোটরসাইকেলে থাকা তিনজন অজ্ঞাতনামা যুবক তার পথরোধ করে। দুর্বৃত্তরা প্রথমে তার কাছে থাকা মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ইমন বাধা দিলে তাদের মধ্যে একজন ধারালো ছুরি দিয়ে তাকে এলোপাথাড়ি আঘাত করে আহত করে। এতে ইমনের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। এরপর দুর্বৃত্তরা তার কাছে থাকা নগদ টাকার ব্যাগ ও অন্যান্য মালামাল নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পরপরই ইমন বিষয়টি কোম্পানির পরিবেশক 'ছানা এন্ড ব্রাদার্স'কে জানান। খবর পেয়ে আত্রাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আহত ইমনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে আত্রাই থানার তদন্তকারী কর্মকর্তা আহসানুল হক জানান, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘটনাটি পূর্বপরিকল্পিত। আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি এবং তদন্ত শুরু করেছি। আশা করছি খুব শীঘ্রই দোষীদের গ্রেপ্তার করা সম্ভব হবে।"

সাহাগোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মামুনুর রশিদ মামুন এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, "দিনের আলোয় এমন সন্ত্রাসী হামলায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।" তিনি দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow