গ্যাস সংকটে চুলার ব্যবহার বেড়েছে

খোকসা প্রতিনিধি, কুষ্টিয়াঃ
Jan 10, 2026 - 21:27
 0  6
গ্যাস সংকটে চুলার ব্যবহার বেড়েছে

‎হঠাৎ জ্বালানী গ্যাসের কৃত্রিম সংকট ও দাম বৃদ্ধির ফলে কাঠখড়ি (লাকরির) দিয়ে জ্বালানো তৈরী চুলার চাহিদা বেড়েছে। অনেকেই ছুটছেন চুলা তৈরীর কারিগরদের কাছে। কেউ কেউ চুলা বিক্রি করছেন চড়া দামে।

‎কুষ্টিয়ার খোকসা উপজেলা বাস স্ট্যান্ডে চুলা তৈরী কারিগরদের কাছে চুলা কিনতে আসতে শুরু করে।ক্রেতাদের চাহিদা মত তৈরী প্রতিটি চুলা ৩০০ থেকে ৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। গ্যাস সংকটের সাথে তৈরী চুলার চাহিদা বেড়েছে।

‎খোজ নিয়ে জানা গেছে, উপজেলা সদরের ১২ কেজি ওজনের গ্যাস সিলিন্ডার ১৪৫০ টাকা থেকে ১৫০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। গ্যাসের ডিলার বা খুচরা বিক্রেতার দোকান থেকে সরাসরি ক্রেতার কাছে গ্যাস সিলিন্ডার সরবরাহ করছে না। গোপনিয়তা রক্ষায় ব্যবসায়ীরা নিজেদের ভ্যান রিকসায় সিলিন্ডার পৌচ্ছে দিচ্ছেন। এর জন্য আবার গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। ফলে ১২ কেজির সিলিন্ডার ক্রেতার বাসাবাড়িতে পৌচ্ছাতে ১৫০০ থেকে ১৬০০ টাকা পরছে।তবুও রান্না করে খেতে হবে।

‎চুলায় কাঠখড়ি থেকে লতাপাতও জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। তা ছাড়া এই চুলা জ্বালানী স্বাশ্রয়ী হয়। আগুন ভালো হওয়ায় দ্রুত রান্না করা যায়।

‎খোকসা জানিপুর গার্লস স্কুল মোড়ে গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীরা বলেন ডিলাররা গ্যাস দিচ্ছে না। খোকসা বাজারে কিছু দোকানে গ্যাস স্টক থাকায় সেখান থেকে বেশি দামে ১/২ টা গ্যাস এনে বিক্রয় করছি। এখন তারা গ্রাহক পর্যাযে গ্যাস সরবরাহ করতে পারছেন না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow