বেগম খালেদা জিয়া মাদার অফ ইউনিটি ইন্সটিটিউট’-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নওগাঁর আত্রাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া মাদার অফ ইউনিটি ইন্সটিটিউট-২০২৫’-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) বিকেলে উপজেলার ঐতিহাসিক পতিসরে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা বিএনপির সভাপতি ও নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম রেজু। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. হেলালুজ্জামান তালুকদার লালু।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের বর্তমান চেয়ারম্যান আবু সাঈদ চাঁদ, প্রফেসর ড. আব্দুল ওহাব, প্রফেসর মো. জসিম উদ্দিন এবং প্রফেসর ড. মুহাম্মদ শামসুল আলম। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন প্রফেসর ড. মো. মতিউর রহমান।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শবনম মোস্তাক রাজু, ডেপুটি ডাইরেক্টর ইমতিয়াজ মোর্শেদ, আত্রাই থানা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট ও স্থানীয় বিএনপি নেতা মো. ফারুক বকস্ সহ আত্রাই থানা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
বক্তারা তাঁদের বক্তব্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবিস্মরণীয় কর্মকাণ্ড ও ত্যাগের কথা তুলে ধরেন। বাংলাদেশকে একটি সুখী, সুন্দর ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে তাঁরা সকলের ঐকান্তিক সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, ২৮টি বিষয় নিয়ে ২০২৩ সালে এই প্রতিষ্ঠানটি তার যাত্রা শুরু করে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিতদের মাঝে সৌজন্য উপহার হিসেবে ব্যাগ ও শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। পাশাপাশি সুধীজনদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
What's Your Reaction?
আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ