আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়াই তারেক রহমানের স্বপ্ন - শেখ রেজাউল ইসলাম রেজু
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের আপামর জনগণকে নিয়ে একটি আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন বলে মন্তব্য করেছেন নওগাঁর আত্রাই উপজেলা বিএনপির সভাপতি এসএম রেজাউল ইসলাম রেজু। তিনি নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনে বিএনপির একজন মনোনয়ন প্রত্যাশী।
বুধবার (২২ অক্টোবর) নওগাঁর আত্রাই উপজেলার মনিয়ারী ইউনিয়ন বিএনপি আয়োজিত পতিসর কাচারি বাড়ি চত্বরে এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। রেজু বলেন, "বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের জন্য একটি আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেন, আমরা সেই স্বপ্ন বাস্তবায়নে বদ্ধপরিকর।" একটি গণতান্ত্রিক, জনকল্যাণমুখী ও সমৃদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তৃণমূল পর্যায় থেকে দলকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের পাশে থেকে তাদের আস্থা অর্জন করাই বিএনপির মূল দায়িত্ব। তিনি আরও যোগ করেন যে, জনগণের ভোটের অধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধ পুনরুদ্ধারে বিএনপি অতীতেও অগ্রণী ভূমিকা রেখেছে এবং ভবিষ্যতেও রাখবে।
মনিয়ারী ইউনিয়ন বিএনপির সভাপতি এসএম ফারুক বখসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আব্দুল লতিফ মণ্ডলের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন সাখিদার। তিনি তার বক্তব্যে বলেন, "বিএনপি সবসময়ই গঠনমূলক রাজনৈতিক চর্চায় বিশ্বাসী। আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় কাজ করে চলেছি, যিনি সংগঠনকে গতিশীল রাখতে দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন।"
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি মো. এছাহক আলী, সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আঃ মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক ও মো. কামরুল হাসান সাগর, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. আজাদ আলী এবং উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলম। বক্তারা তাদের বক্তব্যে গণতান্ত্রিক মূল্যবোধ ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের গুরুত্ব তুলে ধরেন।
What's Your Reaction?
আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ