ইন্দুরকানিতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Dec 11, 2025 - 18:03
 0  3
ইন্দুরকানিতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পিরোজপুরের ইন্দুরকানীতে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজনদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১১ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো: হাফিজুর রহমানের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলার নবাগত জেলা প্রশাসক আবু সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সভাপতি মো: ফরিদ হোসেন।

 আরো উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান,সাবেক উপজেলা  বিএনপি'র সাধারণ সম্পাদক ও উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ফায়জুল কবির তালুকদার,উপজেলা জামায়াতের আমির মাওলানা আলী হোসেন,সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ এম ফারুক হোসেন ও মোস্তান হাফিজ,উপজেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক মোঃ আব্দুল হাই,সাবেক উপজেলা বিএনপি'র যুগ্ম সম্পাদক শিক্ষক নেতা আহসানুল হক ছগির,  ইন্দুরকানী প্রেসক্লাবের সেক্রেটারি মনিরুজ্জামান খাঁন, ইন্দুরকানি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাইদুল ইসলাম শহীদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও সুধীজন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দীর্ঘদিন যাবত উন্নয়ন বঞ্চিত ইন্দুরকানি উপজেলায় বিভিন্ন দিক থেকে অনুন্নত ও সমসাগ্রস্ত রয়েছে যা আমি ইতিপূর্বে অনুধাবন করতে পেরেছি। অত্র উপজেলায় যে সকল অসুবিধা রয়েছে তা পর্যায়ক্রমে ধাপে ধাপে সমাধানের ব্যবস্থা করা হবে।এছাড়া অএ উপজেলায় বিভিন্ন অনিয়ম দুর্নীতি, মাদক,বাল্যবিবাহ,নারী নির্যাতন,ধর্ষন সহ যে সকল অপরাধমূলক কর্মকাণ্ড রয়েছে তা দূর করতে প্রশাসনের পাশাপাশি আপনাদের সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে অত্র উপজেলাকে মডেল হিসেবে গড়ে তোলা সম্ভব।সময়ের পরিবর্তনের সাথে সাথে আপনাদেরকে আরো তৎপর হয়ে উন্নয়ন বঞ্চিত উপজেলাকে উন্নত ও সমৃদ্ধশালী হিসেবে গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow