নওগাঁর আত্রাইয়ে কবিরাজের সাপের কামড়ে যুবকের মৃত্যু

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Jan 3, 2026 - 21:25
 0  160
নওগাঁর আত্রাইয়ে কবিরাজের সাপের কামড়ে যুবকের মৃত্যু

নওগাঁর আত্রাইয়ে এক প্রতিবন্ধীকে ঝাড়-ফুকের মাধ্যমে চিকিৎসার সময় গলায় পেচিয়ে দেয়া বিষধর সাপের কামড়ে জয়দেব দেবনাথ (২১) নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ ওঠেছে। এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

‎পুলিশ শনিবার দুপুরে জয়দেবের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে উপজেলার তিলাবদূরী গ্রামে। জয়দেব দেবনাথ ওই গ্রামের নিমাই দেবনাথের ছেলে। জয়দেবের স্বজনরা জানান,জন্মগতভাবেই জয়দেব শারীরিক ও মানসিক প্রতিবন্ধী ছিল। হঠাৎ করেই নওগাঁয় জনৈক এক কবিরাজের সন্ধান পান। ওই কবিরাজ জানায় জয়দেবকে ভাল করা যাবে ।

‎এক্ষেত্রে গ্রামের বাড়ী বাড়ী থেকে চাল ভিক্ষা করে তিন পালি বেহুলা-লক্ষিন্দরের গান গাওয়াতে হবে । কবিরাজের কথা মতো বৃহস্পতিবার গ্রামে ভিক্ষা করে চাল তোলার পর মন্দির প্রাঙ্গনে বেহুলা-লক্ষিন্দরের গানের আয়োজন করে। প্রথম দিনে গলায় সাপ পেচিয়ে ঝাড়-ফুক করে। এর পর গানের দ্বীতিয় দিন শুক্রবার রাতে গান চলাকালে রাত অনুমান আড়াইটা নাগাদ আবারো জয়দেবের গলায় বিষধর সাপ পেচিয়ে দেয় কবিরাজ।

‎এর কিছু পরেই সাপ জয়দেবকে কামড় দেয়। পরে ঝাড়-ফুক করেও জয়দেবকে সুস্থ্য করতে পারেনি। ফলে ওই রাতেই মৃত্যুর কোলে ঢলে পরে। এসময় কবিরাজ পালিয়ে যায়। জয়দেবের জ্যাঠা ফুরিন দেবনাথ জানান,বেশ কিছু দিন আগে নওগাঁয় জনৈক ওই কবিরাজের সাথে পরিচয় হয় তাদের।

‎এর পর বেহুলা-লক্ষিন্দরের পালা গানের মাধ্যমে ঝাড়-ফুক করে প্রতিবন্ধী জয়দেবকে সুস্থ্য করতে পারবে এমনটি আশ্বাস দেয় কবিরাজ। পরে কবিরাজের কথায় বিশ্বাস করে বেহুলা-লক্ষিন্দরের গানের আয়োজন করা হয়। শুক্রবার রাতে পালা গান চলাকালে জয়দেবের গলায় সাপ পেচিয়ে দেয়। এর পরেই সাপের কামড়ে অসুস্থ্য হয়ে পরলে অনেক ঝাড়-ফুক করেও জয়দেবকে আর সুস্থ্য করতে পারেনি। ফলে রাতেই মৃত্যুর কোলে ঢলে পরে।

‎জয়দেবের বাবা নিমাই দেবনাথ বলেন কথিত ওই কবিরাজের নাম ঠিকানা জানা নেই। তবে শুনেছি মান্দা উপজেলার কোন এক গ্রামে তার বাড়ী। তার ফোন নাম্বার পর্যন্ত তাদের কাছে নেই। তিনি বলেন,গলায় সাপ পেচিয়ে ঝাড়-ফুক করার সময় আমি ছিলামনা। তবে আমার ধারনা সাপের কামড়েই হয়তো জয়দেব মারা গেছে।

‎জয়দেবের সুরতহাল প্রস্তুতকারী ও তদন্ত কর্মকর্তা এসআই সাহাজুল ইসলাম বলেন,জয়দেবের শরীরে একটি কালো ক্ষত চিহ্ন পাওয়া গেছে। এটা আসলে সাপের কামড়ের চিহ্ন কি না তা বলা যাচ্ছে না।

‎আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন,ঘটনার খবর পেয়ে জয়দেবের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় জয়দেবের বাবা নিমাই দেবনাথ একটি ইউডি মামলা দায়ের করেছেন। তবে সাপের কামড়েই জয়দেবের মৃত্যু হয়েছে নাকি অন্য কারনে জয়দেব মারা গেছে তা জানার জন্যই ময়না তদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট পাবার পর পরবর্তি পদক্ষেপ নেয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow