রাণীনগরে জামায়াতে ইসলামীর নির্বাচনী কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত

কাজী আনিছুর রহমান, রাণীনগর প্রতিনিধি, নওগাঁঃ
Oct 15, 2025 - 15:19
 0  3
রাণীনগরে জামায়াতে ইসলামীর নির্বাচনী কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত

নওগাঁর রাণীনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী কমিটি গঠন ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার করজগ্রাম খাঁনপুকুর সংলগ্ন জাহাঙ্গীর আলম সাহার ব্যক্তিগত জায়গায় এই সভা আয়োজন করা হয়।

কালীগ্রাম ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর রোকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো: খবিরুল ইসলাম।

সভায় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা জামায়াতের সাবেক আমীর মোস্তফা ইবনে আব্বাস, উপজেলা জামায়াতের সাবেক আমীর মোফাজ্জল হোসেন, উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও কালীগ্রাম ইউনিয়ন পরিষদে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাহার এবং কালীগ্রাম ইউনিয়ন সাধারণ সম্পাদক প্রভাষক সুলতান মাহমুদসহ দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।

সভায় আসন্ন নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য একটি কমিটি গঠন করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow