শ্রীনগর বাজার ব্যবসায়ী কমিটি নির্বাচনে সভাপতি পদে মহিউদ্দিন তালুকদারের ইশতেহার ঘোষণা

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, ভ্রাম্যমান প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ
Oct 15, 2025 - 15:14
 0  3
শ্রীনগর বাজার ব্যবসায়ী কমিটি নির্বাচনে সভাপতি পদে মহিউদ্দিন তালুকদারের ইশতেহার ঘোষণা

আসন্ন শ্রীনগর বাজার ব্যবসায়ী কমিটি নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী আলহাজ্ব মো. মহিউদ্দিন তালুকদার তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। বুধবার, ১৫ই অক্টোবর, শ্রীনগর বাজারে আয়োজিত এক ব্যবসায়ী মতবিনিময় সভায় তিনি এই ইশতেহার প্রকাশ করেন। একই সাথে তিনি বাজারের বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগও পরিচালনা করেন।

মেসার্স তালুকদার স্টোরের স্বত্বাধিকারী, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. মহিউদ্দিন তালুকদার তাঁর ইশতেহারে বাজারের সার্বিক উন্নয়নে একগুচ্ছ প্রতিশ্রুতি তুলে ধরেন। তিনি নির্বাচিত হলে বাজারের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ, ড্রেনেজ ও পানি নিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়ন, বিশুদ্ধ পানির সরবরাহ এবং স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা গড়ে তোলার উপর সর্বোচ্চ গুরুত্ব আরোপের অঙ্গীকার করেন।

নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, বাজারের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে প্রশাসনের সাথে সমন্বয় করে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা প্রণয়ন করা হবে। এর আওতায় সম্পূর্ণ বাজার সিসিটিভি ক্যামেরার নজরদারিতে আনা হবে এবং দক্ষ নৈশপ্রহরী নিয়োগ করা হবে।

ব্যবসায়ীদের সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে মহিউদ্দিন তালুকদার বলেন, "স্বচ্ছতা ও দক্ষতায়, ন্যায্যতার নিশ্চয়তায় বাজার পরিচালনা করতে চাই। বৈষম্য নয়, সব ব্যবসায়ীর জন্য সমান সুযোগ সৃষ্টি করাই হবে আমার মূল লক্ষ্য।"

এছাড়াও, তাঁর প্রতিশ্রুতির মধ্যে বাজারের জরাজীর্ণ রাস্তাঘাট সংস্কার, অগ্নি দুর্ঘটনা মোকাবেলায় আধুনিক সরঞ্জাম স্থাপন এবং ব্যবসায়ীদের স্বার্থে নতুন উন্নয়ন প্রকল্প গ্রহণের বিষয়গুলো বিশেষভাবে উল্লেখযোগ্য।

ব্যবসায়ীদের সমর্থন কামনা করে তিনি আবেগঘন কণ্ঠে বলেন, "আমি সভাপতি নয়, আপনাদের সেবক হতে চাই। কথায় নয়, কাজে প্রমাণ করার সুযোগ দিন।"

সবশেষে, আলহাজ্ব মো. মহিউদ্দিন তালুকদার তাঁর নির্বাচনী প্রতীক 'খেজুর গাছ' মার্কায় সকল ব্যবসায়ীর ভোট এবং সর্বস্তরের মানুষের দোয়া প্রার্থনা করেন।

উল্লেখ্য, আগামী ১৮ই অক্টোবর, ২০২৫, শনিবার, ঐতিহ্যবাহী শ্রীনগর বাজার ব্যবসায়ী কমিটির এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow